করোনাভাইরাসের ভয়াবহতার বিষয়টি আর কারও অজানা নেই বলা যায়। নতুন ধরন অমিক্রন করোনা নিয়ে আতঙ্ক আরও বাড়িয়েছে। দেশে দেশে করোনা মোকাবিলায় নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি টিকাদান কর্মসূচি জোরদার করছে অনেক দেশ। কেউ কেউ বুস্টার ডোজ দিচ্ছে। করোনা ঠেকাতে স্বাস্থ্যবিধি মানা আর টিকা নেওয়ার বিকল্প নেই, এটা প্রমাণিত। অথচ একজন স্বাস্থ্যকর্মী হয়েও তিনি টিকা না নিতে যে কাণ্ড ঘটিয়েছেন, তা শুনে চোখ কপালে উঠবে! ইতালির ওই ব্যক্তি টিকাকেন্দ্রে গিয়েছিলেন শরীরের সঙ্গে নকল বাহু লাগিয়ে, যাতে টিকাদানকারী ব্যক্তি তাঁর শরীরে টিকা প্রয়োগ করতে না পারেন। তবে এতে শেষরক্ষা হয়নি। অন্যকে বোকা বানাতে গিয়ে নিজেই ধরা খেয়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে ইতালির উত্তরাঞ্চলীয় শহর বেইলাতে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে গত শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানায়।
আঞ্চলিক গভর্নর আলবার্তো সিরিও জানান, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। এটা মারাত্মক অপরাধ। এক ফেসবুক পোস্টে আলবার্তো সিরিও জানান, কারও অঙ্গহানি হলে সিলিকনের তৈরি নকল অঙ্গ ব্যবহার করা হয়। দেখতে এটি অনেকটা ‘আসল চামড়াযুক্ত’ বাহুর মতো। তাই ওই ব্যক্তি ভেবেছিলেন, কেউ বিষয়টি ধরতে পারবেন না।
গভর্নর সিরিও বলেন, ‘ওই ব্যক্তি টিকাকেন্দ্রে যাওয়ার পর তাঁকে টিকা দেওয়ার সময় সন্দেহ তৈরি হয়। টিকাদানকারী ব্যক্তি তাঁর পুরো হাত দেখতে চান।’ তখন নকল বাহুর বিষয়টি ধরা পড়ে।
ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তাঁর বয়স পঞ্চাশের ঘরে বলে জানানো হয়েছে।
তবে ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, ওই ব্যক্তি নিজেই একজন স্বাস্থ্যকর্মী। টিকা নিতে অস্বীকৃতি জানানোয় তাঁকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ইতালিতে সব স্বাস্থ্যকর্মীর জন্য করোনাভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।