default-image

যুক্তরাজ্যে এক ট্রাক থেকে অ্যাপল ব্র্যান্ডের ৫০ লাখ পাউন্ড মূল্যের বিভিন্ন পণ্য চুরি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এসব পণ্যের মূল্য দাঁড়ায় প্রায় ৫৬ কোটি টাকা। আজ মঙ্গলবার ব্রিটিশ পুলিশ এক সপ্তাহ আগে ঘটা এ ঘটনার কথা জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছিল গত মঙ্গলবার অর্থাৎ ১০ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যায়। চোরেরা প্রথমে ট্রাকটিকে অনুসরণ করেছিল। পরে নর্দাম্পটনশায়ারের এম১ সড়কের এক অংশে চুরির ঘটনা ঘটে। ওই সময় চালক ও প্রহরীকে বেঁধে ট্রাকটি একটি শিল্প এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে অপর একটি ট্রাকে সব পণ্য নেওয়া হয়। পরে ৯ কিলোমিটার দূরে অবস্থিত লুটারওয়ার্থ নামের শহরে নিয়ে অ্যাপল ব্র্যান্ডের পণ্যগুলোর ৪৮টি প্যালেট (কাঠের তৈরি কার্টন বিশেষ) আরেকটি ট্রাকে স্থানান্তর করা হয়।

বিজ্ঞাপন

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করার চেষ্টা চলছে। পুলিশ একই সঙ্গে আশপাশে কেউ কম দামে অ্যাপল পণ্য বিক্রি করছে কি না, তার খোঁজও করছে। এ ব্যাপারে কিছু জানা থাকলে তা জানানোর জন্য স্থানীয় অধিবাসীদের প্রতি আহ্বানও জানানো হয়েছে।

মন্তব্য পড়ুন 0