দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় রাশিয়া: ইউক্রেন

ইউক্রেনে রুশ সেনারা প্রতিরোধের মুখে পড়েছেন
ফাইল ছবি: রয়টার্স

বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দুই স্বঘোষিত প্রজাতন্ত্র নিয়ে গঠিত পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে রুশ সেনাবাহিনী। এ জন্য তারা পুনরায় সংগঠিত ও সংঘবদ্ধ হচ্ছে। ইউক্রেনে রুশ হামলা শুরুর ৪২তম দিনে এমন দাবি করল ইউক্রেনের সশস্ত্র বাহিনী।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী সশস্ত্র বাহিনীর দাবি, রুশ সৈন্যদের প্রধান লক্ষ্য এখন দনবাসের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরক্ষাব্যূহ ভাঙা। এ ছাড়া দনবাসের বন্দরনগরী মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী। মারিউপোল রাশিয়ার জন্য কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ।

ইউক্রেনের একসময়ের রাজধানী ও বর্তমানে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেরও নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাচ্ছে রুশ বাহিনী । ইউক্রেনের সশস্ত্র বাহিনী আজ বৃহস্পতিবার দাবি করেছে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় এ শহরে রুশ সেনারা ক্রমাগতভাবে গোলাবর্ষণ করে চলেছেন।

ইউক্রেনের সশস্ত্র বাহিনী যুদ্ধের হালনাগাদ তথ্য দিয়ে আরও বলছে, রেলপথ ব্যবহার করে কার্গোর মাধ্যমে ইউক্রেনে অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে আসছে রুশ বাহিনী। সীমান্তসংলগ্ন রাশিয়ার বেলগোরদ শহরের ভালুকি স্টেশন থেকে অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় কুপিয়ানস্ক রেলস্টেশনে এসে পৌঁছেছে।

এ ছাড়া সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে এ-ও দাবি করা হয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের খেরসন শহরটি রাশিয়ার সেনাদের কাছ থেকে পুনর্দখল করেছেন ইউক্রেনের সেনারা। তবে বিবিসি বলছে, হালনাগাদ তথ্য দিয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে যেসব দাবি করা হচ্ছে, স্বতন্ত্রভাবে তারা সেসবের সত্যতা নিয়ে নিশ্চিত হতে পারেনি।