দনবাসে হামলা নিয়ে রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি দাবি

ইউক্রেনীয় বাহিনীর দাবি, দোনেৎস্ক ও লুহানস্কে রুশ বাহিনীর দুটি ট্যাংক ধ্বংস করেছে তারাবিবিসির সৌজন্যে

ইউক্রেনের পূর্বাঞ্চলে দনবাসে রুশ বাহিনী ক্রমাগত অগ্রসর হচ্ছে। ইউক্রেনীয় সেনাবাহিনীর বেশ কিছু সামরিক সরঞ্জাম ধ্বংস করার দাবি করেছে তারা। এদিকে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী বলেছে, দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলে রুশ বাহিনীর পাঁচটি হামলা প্রতিহত করেছে তারা। যুদ্ধ পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়ে দেওয়া বিবৃতিতে এ দাবি করেছে তারা। খবর স্পুতনিক ও বিবিসির।

সম্প্রতি রাশিয়া বলেছে, ইউক্রেনে তাদের প্রথম ধাপের অভিযান শেষ হয়েছে। এখন তাদের অভিযানের মূল লক্ষ্যবস্তু দনবাস অঞ্চল।

আরও পড়ুন

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত দিনের অভিযানে ইউক্রেনীয় সেনাবাহিনীর ৬৭টি সামরিক সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়েছে। সব মিলে রুশ বাহিনী ইউক্রেনের ২৮৯টি ড্রোন, ১ হাজার ৬৫৬টি ট্যাংক ও দেড় হাজারের বেশি সামরিক যান ধ্বংস করেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, উত্তর-পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলে ইউক্রেনীয় প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল করে দিতে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনীও তাদের প্রতিহত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইউক্রেনীয় বাহিনীর দাবি, দোনেৎস্ক ও লুহানস্কে রুশ বাহিনীর দুটি ট্যাংক, একটি পদাতিক যান ও একটি গাড়ি নষ্ট করে দিয়েছে তারা। রুশ পক্ষে হতাহত হয়েছে বলেও দাবি করেছে তারা।

এদিকে ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, তারা রুশ বাহিনীর চারটি উড়োজাহাজ, একটি হেলিকপ্টার ও দুটি ড্রোন ধ্বংস করেছে।ইউক্রেনীয় বাহিনীর এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে উল্লেখ করেছে বিবিসি।

আরও পড়ুন