দুটি রুশ টহল নৌকা ডুবিয়ে দেওয়ার দাবি ইউক্রেনের
কৃষ্ণসাগরের স্নেক আইল্যান্ডের কাছে ড্রোন হামলা চালিয়ে দুটি রুশ টহল নৌকা ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। তাদের দাবি, স্থানীয় সময় গতকাল সোমবার এই হামলা চালানো হয়েছে। এই স্নেক আইল্যান্ড থেকেই ইউক্রেনীয় সেনাদের সরে যেতে বলেছিল মস্কো। খবর এএফপির
ইউক্রেনীয় সেনারা আত্মসমর্পণ করতে রুশ সেনাদের আহ্বান প্রত্যাখ্যানের পর থেকে স্নেক আইল্যান্ড ইউক্রেনের প্রতিরোধ আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় লিখেছে, ‘আজ ভোরে স্নেক আইল্যান্ডের কাছে দুটি রুশ টহল জাহাজ ধ্বংস করা হয়েছে।’
একটি সাদা-কালো ভিডিও ফুটেজও প্রকাশ করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিমান থেকে ধারণ করা ওই ফুটেজে দেখা গেছে, ছোট একটি সামরিক জাহাজে বিস্ফোরণ হচ্ছে।
টহল নৌকাগুলো তিনজন নাবিক ও ২০ জন আরোহী বহন করতে পারে। সেখানে কিছু মেশিন গান যুক্ত থাকে।
এর আগে এপ্রিলের মাঝামাঝি সময়ে কৃষ্ণসাগরে রুশ জাহাজ মস্কোভা জাহাজ ডুবে গিয়েছিল। মস্কোর দাবি, ওই জাহাজে বিস্ফোরণ হয়েছে। আর ইউক্রেন দাবি করেছিল, তারা ওই জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।