ধনীদের মহাকাশ ঘুরে আসতে বললেন জাপানি ধনকুবের
মহাকাশ ভ্রমণ শেষে পৃথিবীতে ফিরেছেন জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া। ফিরেই ধনীদের মহাকাশ ঘুরে আসার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর যুক্তি, এতে ভিন্নভাবে পৃথিবীকে দেখার সুযোগ মিলবে তাঁদের।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, গত সোমবার পৃথিবীতে ফিরেছেন ইউসাকু মায়েজাওয়া। পরে বুধবার এক সংবাদ সম্মেলনে ধনীদের প্রতি এ আহ্বান জানান তিনি।
চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার সয়ুজ নভোযানে করে মহাকাশে পাড়ি জমান মায়েজাওয়া। অভিযান পরিচালনা করে রুশ মহাকাশ সংস্থা রসকসমস। পৃথিবী ত্যাগের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ১২ দিন কাটান তিনি। এ সময় সঙ্গী ছিলেন তাঁর সহকারী ইয়োজো হিরানো ও নভোচারী আলেকজান্ডার মিসুরকিন।
সংবাদ সম্মেলনে ৪৬ বছর বয়সী মায়েজাওয়া বলেন, ক্ষমতা ও প্রভাব রয়েছে এমন মানুষকে যত বেশি সম্ভব মহাকাশে ভ্রমণে যেতে বলব। এতে তাঁরা পৃথিবীকে ভিন্নভাবে দেখতে পাবেন ও সম্পূর্ণ ভিন্নভাবে এটির প্রতি আচরণ করবেন।
মহাকাশ ভ্রমণে গিয়ে আইএসএসে ১২ দিন কাটানো যথেষ্ট নয় বলে উল্লেখ করেন মায়েজাওয়া। কারণ, সেখানে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে কিছুটা সময় লাগে। তিনি বলেন, ‘এ ধরনের অভিযানের জন্য সময়সীমা ২০ দিন হতে পারে। আমি মনে করি, আমার জন্য ৩০ দিন যথেষ্ট হবে।’
এদিকে এই অভিযানই শেষ নয় জাপানি এই ধনকুবেরের। ২০২৩ সালে চাঁদের চারপাশে আরেক অভিযানে যেতে চান তিনি। সঙ্গী হিসেবে নেবেন আটজনকে। ওই অভিযান পরিচালনা করবে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স।