default-image

করোনা মোকাবিলায় অন্যতম সফল দেশ নিউজিল্যান্ডে গত মে মাসের পর এই প্রথম করোনাভাইরাসে (কোভিড-১৯ ) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। বলা হচ্ছে, নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অকল্যান্ডের এক হাসপাতালে পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার ওই ব্যক্তির মৃত্যু হয়। নিউজিল্যান্ডে করোনায় আক্রান্ত হয়ে গত তিন মাসে কারও মৃত্যু হয়নি। নতুন করোনাভাইরাস মোকাবিলায় নিউজিল্যান্ড পুরো বিশ্বেই অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। বেশ কিছুদিন আগে রাষ্ট্রীয়ভাবে দেশটিকে করোনামুক্ত হিসেবেও ঘোষণা দেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকেই কঠোর নিয়মকানুন চালু করেছিল নিউজিল্যান্ডের সরকার। এ কারণে প্রায় ১০২ দিন করোনামুক্ত থাকতে পেরেছিল দেশটি। গুটিকয়েক দেশই করোনা মোকাবিলায় এতটা সফলতা পেয়েছে। তবে সম্প্রতি অকল্যান্ডে ফের লকডাউন আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পূর্ণাঙ্গ লকডাউন প্রয়োগ করা হয়নি।

জনস হপকিন্স ইউনিভার্সিটি অ্যান্ড মেডিসিনের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রায় ২ কোটি ৬৩ লাখেরও বেশি মানুষ নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সারা পৃথিবীতে ৮ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ রোগে প্রাণ হারিয়েছেন। আর নিউজিল্যান্ডে এখনো পর্যন্ত ১ হাজার ৭৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে মাত্র ২২ জনের।

এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত করার নমুনা পরীক্ষা, শনাক্তের সংখ্যা ও মৃত্যু কমেছে। এ পর্যন্ত দেশে ৩ লাখ ২১ হাজার ৬১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৪১২ জন।

বিজ্ঞাপন
ইউরোপ থেকে আরও পড়ুন
মন্তব্য করুন