default-image

নেদারল্যান্ডসে সৌদি দূতাবাস লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয় পুলিশ আজ বৃহস্পতিবার এক টুইট বার্তায় এসব কথা জানায়।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের জেদ্দায় বিদেশি কূটনীতিকদের অংশগ্রহণে আয়োজিত স্মরণসভায় বোমা হামলার এক দিন পর এই হামলার ঘটনা ঘটেছে। প্রথম বিশ্বযুদ্ধে নিহত ব্যক্তিদের স্মরণে জেদ্দায় এক সমাধিস্থলে ওই সভার আয়োজন করা হয়েছিল। গতকাল বুধবারের হামলায় অন্তত দুজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

নেদারল্যান্ডসের সৌদি দূতাবাসে হামলার বিষয়ে স্থানীয় পুলিশ টুইট বার্তায় বলেছে, ‘ভোর ছয়টার কিছু আগে আমরা একটি বার্তা পাই। সেখানে বলা হয়, দ্য হেগের একটি ভবনে গুলির ঘটনা ঘটেছে। তবে কেউ আহত হননি।’

পুলিশের বরাত দিয়ে ডাচ বার্তা সংস্থা এএনপি বলছে, হামলার পর ঘটনাস্থলে বেশ কয়েকটি গুলির খোসা পাওয়া যায়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ভবনটিতে অন্তত ২০টি গুলির ছিদ্র দেখা গেছে। এর বেশ কিছু জানালাতেও রয়েছে। কিন্তু পুলিশের পক্ষ থেকে গুলির সংখ্যা নিশ্চিত করে কিছু বলা হয়নি।

পুলিশের বরাত দিয়ে এএফপির খবরে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল অবরুদ্ধ করে রেখেছে। ফরেনসিক বিভাগ ঘটনা তদন্ত শুরু করেছে। তবে হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

মন্তব্য পড়ুন 0