ন্যাটোর কার্যক্রম বিস্তারের প্রতিক্রিয়ায় রাশিয়া পাল্টা পদক্ষেপ নেবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্ধৃত করে আরআইএ সংবাদ সংস্থা গতকাল সোমবার এ কথা জানিয়েছে। পরে একটি রাষ্ট্রীয় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘ন্যাটোর বিস্তার নিয়ে অত্যন্ত আবেগতাড়িত হয়ে আমরা সাড়া দিচ্ছি কেন? আমরা ন্যাটোর সিদ্ধান্ত গ্রহণ নিয়ে উদ্বিগ্ন।’ পুতিন বলেন, রাশিয়ার নিরাপত্তার স্বার্থে যেসব পদক্ষেপ নেওয়া দরকার তার সবই করা হবে।