পুতিন থামবেন না, বললেন সাবেক রুশ উপপররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য ইউক্রেনের রাজধানী কিয়েভ ঘিরে ফেলা। পরে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে পদত্যাগে সময় বেঁধে দেওয়া। শনিবার আল-জাজিরাকে এসব কথা বলেন রাশিয়ার সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই ফেদোরভ।
আন্দ্রেই ফেদোরভ বলেন, ‘আমি তাঁকে (পুতিন) অনেক বছর ধরে চিনি। তিনি থামবেন না। খুব সম্ভবত, আগামী পাঁচ-ছয় দিনে ওডেসাসহ আরও অনেক অঞ্চলে সামরিক অভিযান বাড়ানো হতে পারে।’
সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে কিয়েভে হামলা শুরু করা খুবই ভয়াবহ হবে বলে মন্তব্য করেন রাশিয়ার সাবেক এই উপমন্ত্রী। তিনি বলেন, ‘এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এ ছাড়া, ভুললে চলবে না যে রাশিয়ার ইতিহাসে কিয়েভের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাশিয়ায় কিয়েভকে “মাদার অব অল সিটিস” বলে ডাকা হয়।’
আন্দ্রেই ফেদোরভের ভাষ্য, রুশ সেনাবাহিনী কিয়েভ ঘিরে ফেলবে। এরপর জেলেনস্কিকে ২৪ ঘণ্টার মতো সময়ের মধ্যে পদত্যাগ করতে আলটিমেটাম দেওয়া হতে পারে। পাশাপাশি সরকারকে পদত্যাগ ও অন্তর্বর্তী সরকারের ঘোষণা আসতে পারে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। দেশটির কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ সেনাবাহিনী। অনেক শহরে ব্যাপক গোলাবর্ষণ চলছে। গোলাবর্ষণের মুখে দক্ষিণাঞ্চলীয় শহরগুলো সবচেয়ে বেশি চাপে আছে। এর মধ্যেই আজ নিজেদের নিয়ন্ত্রণে থাকা মারিউপোল ও ভোলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে মানবিক করিডর তৈরির ঘোষণা দেয় রাশিয়া।