বেলজিয়ামের ভিড়ের মধ্যে উঠে গেল গাড়ি, নিহত ৬
বেলজিয়ামের স্ট্রেপি-ব্র্যাকেনিজ শহরে ঐতিহ্যবাহী উৎসব কার্নিভ্যাল প্যারেডের ভিড়ের মধ্যে একটি গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ৬ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
স্ট্রেপি-ব্র্যাকেনিজ শহরটি পড়েছে সাবেক জেলা লা লুভিয়েরের মধ্যে। সেখানকার কৌঁসুলি ড্যামিয়েন ভারহেয়েন বলেন, ঘটনা তদন্তে এ পর্যন্ত জানা গেছে যে একটি গাড়ি উৎসবে যাওয়া লোকজনের ওপর তুলে দেওয়া হয়েছে। তাতে ৬ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ব্যক্তির জন্মসাল ১৯৮৮ বা ১৯৯০ হতে পারে। তবে এটি কোনো ধরনের সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না।
ভারহেয়েন আরও বলেন, লা লুভিয়ের থেকে আসা সন্দেহভাজনদের বিরুদ্ধে আগে এ ধরনের কাজের অভিযোগ নেই।
দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে টুইট করেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রু। তিনি লিখেছেন, উৎসব উদ্যাপনরত একটি সম্প্রদায়ের ওপর এমন আঘাত হৃদয়ে লেগেছে। তিনি একে ভয়ংকর খবর বলেও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আজ বেলজিয়ামের রাজা ফিলিপের সঙ্গে ডি ক্রু ঘটনাস্থল পরিদর্শন করবেন।
বেলজিয়ামের শহর ও গ্রামগুলোয় ধর্মীয় লেন্ট মৌসুমে অনেক উৎসব অনুষ্ঠিত হয়। এর মধ্যে বিঞ্চে ও অ্যালোস্টের প্যারেডগুলো আন্তর্জাতিকভাবে সর্বাধিক পরিচিত।