মস্কো যাচ্ছেন মাখোঁ, লক্ষ্য ইউক্রেন সংকট নিরসন
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেন, তিনি মনে করেন, ইউক্রেনে যুদ্ধ এড়ানো সম্ভব এবং রাশিয়া যে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, এ উদ্বেগ জানানোর অধিকারও তাদের রয়েছে। ইউক্রেন সংকট সমাধানের লক্ষ্যে মস্কো সফরের আগমুহূর্তে ফরাসি প্রেসিডেন্ট এসব কথা বলেন। খবর বিবিসি অনলাইনের।
আজ সোমবার রাশিয়ার রাজধানী মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসার আগে এমানুয়েল মাখোঁ ইউরোপীয় দেশগুলোর সুরক্ষা ও রাশিয়াকে শান্ত করতে ‘নতুন একটি ভারসাম্যের’ কথা বলেছেন। তবে একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়টি কোনো আলোচনার বিষয় নয়।
রাশিয়া ইউক্রেন সীমান্তে লাখো সেনা মোতায়েনের পর ইউক্রেনে সম্ভাব্য রুশ সামরিক অভিযান নিয়ে উদ্বিগ্ন পশ্চিমারা। তবে মস্কো অভিযোগ অস্বীকার করে আসছে। সংকট নিরসনে সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনকে সদস্য না করা ও পূর্ব ইউরোপে জোটের সামরিক উপস্থিতি কমিয়ে আনাসহ একাধিক দাবি তুলেছে মস্কো। পশ্চিমা দেশগুলো রাশিয়ার এমন দাবি প্রত্যাখ্যান করে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানোসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় বসার পরামর্শ দিয়েছে মস্কোকে।
ফরাসি সংবাদপত্র জার্নাল ডু ডিমসকে মাখোঁ বলেন, রাশিয়ার উদ্দেশ্য ইউক্রেন নয় বরং ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থান সম্পর্কে স্পষ্ট হওয়া।
ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁ বলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে তাঁর বৈঠক সামরিক সংঘাত এড়ানোর ব্যাপারে যথেষ্ট বলে তিনি আশাবাদী। এ ছাড়া পুতিন অন্যান্য বিষয় নিয়েও খোলামেলা আলোচনায় আগ্রহী হবেন বলে বিশ্বাস করেন তিনি।
মস্কো সফরে যাওয়ার এক দিন আগে গতকাল রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেন মাখোঁ। উত্তেজনা কমাতে মস্কোর একতরফা পদক্ষেপ নেওয়ার আশা করার বিরুদ্ধে সতর্ক করে ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করার অধিকার রয়েছে রাশিয়ার।
তবে মাখোঁ আরও বলেন, কোনো ইউরোপীয় রাষ্ট্রের দুর্বলতার মধ্য দিয়ে রাশিয়ার সঙ্গে সংলাপে বসার বিষয়টি যেতে পারে না। তিনি বলেন, ‘সার্বভৌমত্ব ও শান্তি রক্ষা করতে সক্ষম নতুন এক ভারসাম্য প্রস্তাবের মাধ্যমে অবশ্যই আমাদের ইউরোপীয় ভাইদের রক্ষা করতে হবে।’ মাখোঁ বলেন, ‘অবশ্যই এক দিকে রাশিয়াকে সম্মান, অপর দিকে ইউরোপের মহান মানুষ ও জাতির সমসাময়িক উদ্বেগগুলো বুঝেই আমাদের এটা করতে হবে।’
গত সপ্তাহে পশ্চিমা মিত্রদেশগুলোর নেতা, পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন মাখোঁ। কাল মঙ্গলবার মস্কো সফরে যাবেন তিনি।