যুক্তরাষ্ট্রের সাইবার হামলা কারা চালিয়েছে জানাল মাইক্রোসফট
যুক্তরাষ্ট্রে কম্পিউটার সিস্টেমের ওপর আবারও সাইবার হামলা হয়েছে বলে দাবি করেছে মাইক্রোসফট। এর জন্য রাশিয়াভিত্তিক সংস্থাকে দায়ী করেছে তারা। এক ব্লগ পোস্টে মাইক্রোসফট দাবি করেছে, গত বছর সোলার উইন্ডসের ওপর সাইবার হামলায় জড়িত রুশ সংস্থা নোবেলিয়ামই নতুন হামলা চালিয়েছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে কয়েক শ কোম্পানি ও সংস্থার ওপর সাইবার হামলা হয়। আর এর জন্য রুশ সংস্থা নোবেলিয়ামকে দায়ী করেছে মাইক্রোসফট।
গত রোববার এক ব্লগ পোস্টে মাইক্রোসফট বলেছে, নোবেলিয়াম সম্প্রতি ক্লাউড সার্ভিসের ‘রিসেলার ও প্রযুক্তিসেবা সরবরাহকারী অন্য প্রতিষ্ঠানগুলো’কে হামলার লক্ষ্যবস্তু করেছে। গ্রীষ্মকালীন বিস্তৃত ক্যাম্পেইনের অংশ হিসেবে এ হামলাগুলো চালানো হয়েছে। মাইক্রোসফট আরও জানায়, গত ১ জুলাই থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ৬০৯ গ্রাহককে তারা এ ব্যাপারে অবহিত করেছে।
এক মার্কিন সংবাদমাধ্যমকে মাইক্রোসফট জানায়, সাম্প্রতিক এ হামলা প্রচেষ্টার সামান্যই সফল হয়েছে। তবে এ ব্যাপারে বিস্তারিত জানায়নি তারা। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ওই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, এ ব্যাপারে কাজ চলছে। নাম প্রকাশ না করে জ্যেষ্ঠ এক প্রশাসনিক কর্মকর্তা এ হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য সার্ভিস প্রোভাইডারদের দায়ী করেছেন। তিনি মনে করেন, এবারের হামলাটির ধরন ‘সাধারণ’ ছিল। ক্লাউড সার্ভিস প্রোভাইডাররা যদি সাইবার নিরাপত্তাজনিত মূল বিধিগুলো বাস্তবায়ন করত, তবে এ ধরনের হামলা ঠেকানো যেত।
সাইবার হামলার খবরটির সত্যতা নিশ্চিত করার জন্য তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মাইক্রোসফট আরও লিখেছে, সাম্প্রতিক এ কর্মকাণ্ডের মধ্য দিয়ে এটাই প্রতীয়মান হয়, প্রযুক্তি সরবরাহ শৃঙ্খলের বিভিন্ন ক্ষেত্রে দীর্ঘ মেয়াদে, পদ্ধতিগতভাবে প্রবেশ করতে চায় রাশিয়া। রুশ সরকারের স্বার্থ রক্ষায় বর্তমানে ও ভবিষ্যতে নজরদারির জন্য সুযোগ তৈরি করতে চায় দেশটি।