যুদ্ধকবলিত ইউক্রেনের পশ্চিমাঞ্চলে জ্বালানিবাহী একটি ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে স্থানীয় কর্তৃপক্ষ এসব তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
ওই দিন জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে জেলেনস্কি বলেন, পশ্চিমাঞ্চলীয় রিভনে অঞ্চলে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেন তিনি। এ ঘটনায় আরও হতাহত থাকতে পারে বলেও জানান তিনি।
এ সংঘর্ষের ঘটনার সঙ্গে ইউক্রেনে রুশ যুদ্ধের কোনো সংযোগ পাওয়া যায়নি। জেলেনস্কিও তাঁর ভাষণে সে ধরনের কোনো সংযোগ থাকার কথা উল্লেখ করেননি।
ইউক্রেনে রুশ হামলার তৃতীয় মাস চলছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চলকে প্রাধান্য দিয়ে হামলা হচ্ছে। মাঝেমধ্যে পশ্চিমাঞ্চলেও হামলা হচ্ছে।