default-image

অসুস্থ হয়ে পড়ার সময় রাশিয়ার বিরোধী দলের নেতা অ্যালেক্সি নাভালনি যে পোশাক পরেছিলেন, তা তিনি রাশিয়ার কাছে ফেরত চেয়েছেন। জার্মানিতে চিকিৎসাধীন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওই সমালোচক গতকাল সোমবার মস্কোর প্রতি এ আহ্বান জানান।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। নাভালনি অভিযোগ করেছেন, নার্ভ এজেন্ট প্রয়োগের গুরুত্বপূর্ণ তথ্য লুকাচ্ছে মস্কো।

নাভালনি বলেন, চিকিৎসার জন্য সার্বিয়া থেকে জার্মানিতে নেওয়ার আগে তাঁর পোশাক রেখে দেওয়া হয়েছে। এদিকে জার্মানি, ফ্রান্স ও সুইডেন নিশ্চিত হয়েছে যে নাভালনিকে নভিচোক নামের নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। পশ্চিমা বিশ্ব এ বিষয়ে রাশিয়ার কাছ থেকে উপযুক্ত জবাব চেয়েছে। মস্কো বিষয়টি নিয়ে তদন্ত করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এটাকে অপরাধমূলক কাজ হিসেবে গণ্য করতে নারাজ।

বিজ্ঞাপন

৪৪ বছর বয়সী নাভালনি বর্তমানে জার্মানিতে চিকিৎসাধীন। গত ২০ আগস্ট সাইবেরিয়ার টমসক শহর থেকে মস্কোয় যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন নাভালনি। প্রথমে তাঁকে সাইবেরিয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি জার্মানি যান।

মন্তব্য পড়ুন 0