গভর্নর বলেন, প্রায় এক মাস আগে ক্রামাতোরস্ক শহরের একটি রেলস্টেশনে রুশ হামলায় ৫৯ জন নিহতের পর এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
দুই মাস আগে রাশিয়া ইউক্রেনে হামলা চালালে খনিসমৃদ্ধ এই পূর্বাঞ্চল রুশ বাহিনীর লক্ষ্যবস্তু হিসেবে প্রাধান্য পায়। রাশিয়া মধ্য মে নাগাদ পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিতে পারে বলে পশ্চিমা কর্মকর্তারা আশঙ্কা করছেন।
ইউক্রেনের ন্যাটোতে যোগদানের পদক্ষেপকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী দেশটিতে হামলা শুরু করে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পাশাপাশি শুরুতে উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে স্থল অভিযান শুরু করে রুশ বাহিনী। পরে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে উত্তর দিক থেকে সেনা সরিয়ে পূর্ব ও দক্ষিণাঞ্চলে অভিযান জোরদারে নজর দেয় মস্কো।