রাশিয়ার ধনকুবের ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা আরোপে পদক্ষেপ নিচ্ছে যুক্তরাজ্য

রুশ ধনকুবের আলিশার উসমানোভের মালিকানাধীন একটি বিলাসবহুল প্রমোদতরি জব্দ করেছে জার্মানি
ছবি: টুইটার থেকে সংগৃহীত

রাশিয়ার ধনকুবের ব্যবসায়ীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া সহজ করবে যুক্তরাজ্য। তা ছাড়া নিষেধাজ্ঞা আরোপ করা হলে সেটি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপ করা নিষেধাজ্ঞার সঙ্গে সমন্বয় করা হবে। এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সরকার।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, রুশ ধনকুবেররা প্রায়ই তাঁদের অবৈধভাবে অর্জন করা সম্পদ যুক্তরাজ্যের লন্ডনের বিলাসবহুল আবাসন খাতে বিনিয়োগ করে থাকেন। এসব ধনকুবেরের বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা না নেওয়ায় সমালোচিত হয়েছে দেশটি।

নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ প্রসঙ্গে যুক্তরাজ্য সরকার এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার ধনকুবের–দুর্নীতিবাজদের দমন করতে ও পুতিন সরকারের ওপর চাপ বাড়াতে আর্থিক অপরাধসংক্রান্ত বিলে সংশোধনী আনা হবে। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে আগামী সোমবার সংশোধনীটি পাস করতে চায় সরকার।

এ বিষয়ে যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি জন গ্লেন বলেন, ‘এ সংশোধনী আরও কঠোরভাবে ও দ্রুত নিষেধাজ্ঞা দিতে আমাদের পথ খুলে দেবে।’

প্রভাবশালী ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার ওপর একাধিক আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইইউ। এর ধারাবাহিকতায় শুক্রবার রাশিয়ার শুধু ১৫ ব্যক্তি ও ২০৫টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য।

এদিকে ইউক্রেনের আকাশসীমায় বিমান উড্ডয়ন নিষিদ্ধের এলাকা (নো ফ্লাই জোন) ঘোষণা করতে কিয়েভের আবেদন প্রত্যাখ্যান করেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটো। শুক্রবার ব্রাসেলসে ৩০ সদস্যবিশিষ্ট এ সামরিক জোটের বৈঠকের পর এমন সিদ্ধান্ত ঘোষণা করা হয়। ন্যাটোর এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।