রাশিয়ার নিখোঁজ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে

যাত্রীবাহী এন-২৬ উড়োজাহাজ
ছবি: রয়টার্স

২৮ জন আরোহী নিয়ে নিখোঁজ রাশিয়ার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে। দেশটির ফার ইস্ট অঞ্চলের কামচাতকা উপদ্বীপে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। দেশটির বিমান চলাচলবিষয়ক সংস্থা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে

সংস্থাটি এক ই-মেইল বার্তায় বলেছে, উদ্ধারকর্মীরা বিধ্বস্ত উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। বিধ্বস্ত স্থানটি দুর্গম হওয়ায় উদ্ধার অভিযান চালানো কঠিন হচ্ছে।

স্থানীয় ট্রান্সপোর্ট প্রসিকিউটর অফিসের মুখপাত্র ভ্যালেন্তিনা গ্লাজোভা বলেন, মঙ্গলবার যাত্রীবাহী এন-২৬ উড়োজাহাজটি কামচাতকার প্রধান শহর পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি থেকে উপকূলীয় শহর পালানাতে যাচ্ছিল। তখন স্থানীয় সময় ২টা ৪০ মিনিট।

এই স্থানে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়
ছবি: রয়টার্স

পালানা বিমানবন্দর থেকে ৯ কিলোমিটার দূরে থাকতে উড়োজাহাজের সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তখন উড়োজাহাজটির অবতরণের ১০ মিনিট বাকি ছিল।

বিমান চলাচল সংস্থার বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকাল ৯টা ৬ মিনিটে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে।

বিবৃতিতে আরও বলা হয়, ধ্বংসাবশেষগুলো বিমানবন্দরের রানওয়ে থেকে চার-পাঁচ কিলোমিটার দূরে উপকূলীয় এলাকায় পাওয়া গেছে। যদিও এগুলো সাগরে পাওয়া গেছে কি না, তা নিশ্চিত করা হয়নি। উপকূল থেকে ৩ দশমিক ৩ কিলোমিটার দূরে পালানা বিমানবন্দরটি অবস্থিত।