রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। এরপরই ইউক্রেনের রাজধানীতে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলের শহর দোনেৎস্কেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে।
এদিকে একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স খবরে বলা হয়েছে, ইউক্রেন সীমান্ত কাছাকাছি রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলগোরোদ প্রদেশ বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। তবে সেটা কী বিস্ফোরণের শব্দ না কি অন্য কিছু সে সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
মার্কিন গণমাধ্যম সিএনএন সাংবাদিক ফ্রেডরিক প্লেইটজেন বলছেন, কামানের গোলা আর রকেট ছোড়ার আওয়াজ পেয়েছেন। এছাড়া কিছু বিমান উড়ার শব্দও তিনি পেয়েছেন। বিমানগুলো ইউক্রেনের দিকে উড়ে গেছে বলে ধারণা করছেন তিনি।