রুশ উড়োজাহাজের কানাডার আকাশসীমা লঙ্ঘন
নিষেধাজ্ঞা থাকার পরও রাশিয়ার একটি বাণিজ্যিক উড়োজাহাজ কানাডার আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ। খবর বিবিসির।
ইউক্রেনে রুশ সামরিক অভিযানের প্রতিবাদে সম্প্রতি কানাডা ঘোষণা দেয়, রাশিয়ার কোনো উড়োজাহাজ আর তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
আজ সোমবার কানাডার পরিবহন মন্ত্রণালয় জানায়, রাশিয়ার অ্যারোফ্লট ফ্লাইট ১১১-এর আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি পর্যালোচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
বিশ্বজুড়ে ফ্লাইট চলাচলের বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে ফ্লাইট অ্যাওয়ার নামের একটি প্রতিষ্ঠান। ফ্লাইট অ্যাওয়ারের ওয়েবসাইটে দেওয়া তথ্যের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গতকাল রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি থেকে মস্কোর উদ্দেশে যাওয়ার সময় রাশিয়ার ওই উড়োজাহাজ কানাডার আকাশসীমা দিয়ে উড়ে যায়।
ইউক্রেনে হামলা শুরুর পর অনেক দেশ তাদের আকাশপথ রাশিয়ার জন্য বন্ধ ঘোষণা করেছে। এ তালিকায় রয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ইউরোপের বেশির ভাগ দেশ। যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তবে আনুষ্ঠানিকভাবে এখনো সিদ্ধান্ত নেয়নি।