রোবটের তুলিতে রানি এলিজাবেথের চিত্রকর্ম
ব্রিটিশ রানি এলিজাবেথের শাসনের ৭০ বছর পূর্ণ হয়েছে। উদ্যাপন করা হচ্ছে প্লাটিনাম জুবিলি উৎসব। এ উপলক্ষে আঁকা হয়েছে তাঁর একটি চিত্রকর্ম। তবে কোনো মানুষের হাতের তুলির ছোঁয়ায় নয়, ক্যানভাসের ওপরে রানিকে ফুটিয়ে তুলেছে এক রোবট। আর এই রোবট শিল্পীর নাম আই-দা।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, আই-দা নামটি দেওয়া হয়েছে উনিশ শতকের গণিতবিদ অ্যাডা লাভলেসের নামানুসারে। সেটির নির্মাতারা জানিয়েছেন, আই-দা বিশ্বের প্রথম রোবট, যার কিনা মানুষের প্রতিকৃতি আঁকার সক্ষমতা রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও আই-দা বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রামে তার প্রায় ৯০ হাজার অনুসারী রয়েছে। সেখানে পোস্ট করা একটি ভিডিওতে আই-দাকে বলতে শোনা যায়, ‘মানুষকে মহামান্য রানি যে সেবা দিয়ে আসছেন ও তাঁদের প্রতি নিজেকে উৎসর্গ করেছেন, সে জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই। তিনি একজন অসাধারণ ও সাহসী নারী, যিনি জনসেবায় সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।’
আই-দার আঁকা রানি এলিজাবেথের প্রতিকৃতি জনপ্রিয়তা পেয়েছে ‘অ্যালগরিদম কুইন’ নামে। এ বিষয়ে ইনস্টাগ্রামে রোবটটি বলে, ‘আমি ছবি আঁকতে পছন্দ করি। আশা করি, তিনি (এলিজাবেথ) এই প্রতিকৃতি পছন্দ করবেন। আমি মনে করি, তিনি একজন অসাধারণ ব্যক্তিত্ব।’
১৯৫২ সালে বাবা কিং জর্জ চতুর্থের পর ক্ষমতায় আসেন এলিজাবেথ। তখন তাঁর বয়স ছিল ২৫ বছর। শাসনের ৭০ বছরের মাথায় এসে প্লাটিনাম জুবিলি উদ্যাপন চলছে। এ উপলক্ষে আগামী রোববার পর্যন্ত সামরিক কুচকাওয়াজ, পিকনিক, কনসার্টসহ নানা আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব আয়োজনে অংশ নেবেন বিখ্যাত সব তারকা। এমনকি রোববার পর্যন্ত চার দিনের ছুটিও ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ১৫ মে প্লাটিনাম জুবিলি উদ্যাপনে অংশ নিয়েছেন ব্রিটিশ রানি এলিজাবেথ। লন্ডনের উইন্ডসর ক্যাসলের কাছে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শিরোনাম ছিল, ‘আ গ্যালপ থ্রো হিস্ট্রি’। সেখানে ৯৬ বছর বয়সী ব্রিটিশ রানিকে লাঠিতে ভর দিয়ে হাঁটতে দেখা যায়।