লুহানস্কে আবাসিক ভবনে গোলা হামলা, শিশুসহ নিহত ৩
ইউক্রেনের লুহানস্কে একটি আবাসিক ভবনে গোলা হামলায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে দুজন শিশু। লুহানস্কের আঞ্চলিক প্রতিরক্ষা প্রধান সেরহি হাইদাইয়ের ফেসবুক পোস্টের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনে রুশ হামলা ২৮তম দিনে গড়িয়েছে আজ বুধবার। দেশটির বিভিন্ন শহরে গোলা হামলা অব্যাহত রয়েছে। এর মধ্যেই লুহানস্কে আবাসিক ভবনে গোলা হামলার খবর পাওয়া গেছে।
লুহানস্কের আঞ্চলিক প্রধান সেরহি হাইদাইয়ের তথ্যমতে, অঞ্চলটির ইউক্রেনীয় নিয়ন্ত্রণাধীন অংশের রুবিঝনে শহরে একটি অ্যাপার্টমেন্ট ভবনে গোলা হামলা চালিয়েছে রাশিয়া। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘ষষ্ঠ তলায় গোলাটির বিস্ফোরণ হয়েছে। এ ঘটনায় দুই শিশুসহ তিনজন নিহত হয়।’
সেরহি হাইদাই আরও বলেছেন, গোলা হামলার কারণে একটি টেক্সটাইল কারখানা, একটি কলেজ ও বেশ কয়েকটি আবাসিক ভবনেও আগুন ধরে যায়।
ইউক্রেনের ন্যাটো জোটে যোগদানের পদক্ষেপকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি ঘোষণা করে গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা শুরু করে রাশিয়া। শুরুতে অনড় মনোভাব দেখালেও পরে ন্যাটো জোটে যোগদান করার বিষয়ে সুর নরম করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে যুদ্ধ বন্ধে ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড আর দোনেৎস্ক ও লুহানস্কে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার নতুন শর্ত জুড়ে দেয় মস্কো।
এখন পর্যন্ত বেশ কয়েকবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসেছেন। তবে এতে খুব সামান্যই অগ্রগতি হয়েছে। পুতিনের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে নিজের আগ্রহের কথা বারবার বলে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।