সবচেয়ে পুরোনো সৌর মানচিত্রের প্রদর্শনী
নেবরা স্কাই ডিস্ক—বিশ্বের সবচেয়ে পুরোনো চাঁদ-তারা-সূর্যখচিত মানচিত্র। অবশেষে দুর্লভ এই প্রত্নসম্পদের দেখা পাবেন সাধারণ মানুষ। আগামী বছরের ১৭ ফেব্রুয়ারি ব্রিটিশ মিউজিয়ামে শুরু হবে বিভিন্ন সময় খননকাজে আবিষ্কৃত প্রত্নসম্পদের এক প্রদর্শনী। চলবে ১৭ জুলাই পর্যন্ত। সেখানে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এই সৌর মানচিত্র।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে আজ সোমবার বলা হয়েছে, জার্মানির নেবরা গ্রামে ১৯৯৯ সালে আবিষ্কার করা হয় চাঁদা-তারা-সূর্যখচিত গোলাকার এই মানচিত্র। সেই অনুযায়ী, নাম রাখা হয় নেবরা স্কাই ডিস্ক। এর সঙ্গে সন্ধান মিলে ব্রোঞ্জ যুগের তরবারি, কুঠারসহ বেশ কিছু নিদর্শন।
বিশ শতকের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্ন আবিষ্কার বিবেচিত হয় এই সৌর মানচিত্র। আজ থেকে প্রায় ৩ হাজার ৬০০ বছর আগে ব্রোঞ্জ যুগে তৈরি করা হয়েছিল এটি—এমনটাই ধারণা প্রত্নতত্ত্ববিদদের।
ব্রোঞ্জের তৈরি গোলাকার নেবরা ডিস্কের ব্যাস ৩০ সেন্টিমিটার। নীল-সবুজ পৃষ্ঠের ওপর সোনালি রঙে আঁকা রয়েছে সূর্য, চাঁদ, তারা। জার্মানির স্টেট মিউজিয়াম অব প্রি–হিস্ট্রি ইন হ্যালিতে এত দিন সংরক্ষিত ছিল এই সৌর মানচিত্র। সেখান থেকে ১৫ বছরের জন্য মানচিত্রটি ব্রিটিশ মিউজিয়ামে নেওয়া হয়েছে।