সুইডেনে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৯

সুইডেনের ওরেব্রো শহরের কাছে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন।
ছবি: রয়টার্স

সুইডেনের ওরেব্রো শহরের কাছে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৯ আরোহী নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর রয়টার্সের।

পুলিশ জানায়, ডিএইচসি-২ মডেলের উড়োজাহাজটিতে আটজন স্কাইডাইভার ও একজন পাইলট ছিলেন। ওরেব্রো বিমানবন্দর থেকে সেটি ওড়ার পরপরই রানওয়ের কাছে বিধ্বস্ত হয় এবং আগুন ধরে যায়। এটিকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ বলে উল্লেখ করেছেন তাঁরা।

এ বিষয়ে সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লোভিয়ান এক টুইট বার্তায় বলেন, ‘আমি ওরেব্রোতে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনাটি শুনেছি। আমি খুবই মর্মাহত ও ব্যথিত। এই কঠিন সময়ে নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে।’

এর আগে ২০১৯ সালে সুইডেনের উত্তরাঞ্চলে একটি উড়োজাহাজ দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়। ওই উড়োজাহাজটিতেও স্কাইডাইভারদের বহন করা হচ্ছিল। রানওয়ে থেকে আকাশে ওড়ার পরপরই সেটি দুর্ঘটনার মুখে পড়ে।