সেভেরোদোনেৎস্কের ৮০ ভাগই এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে রুশ সেনারা
ছবি: রয়টার্স

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক প্রদেশের সেভেরোদোনেৎস্ক শহরের ৮০ ভাগই এখন রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। লুহানস্কে ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি হাইদাই এসব কথা জানিয়েছেন। খবর সিএনএনের।

হাইদাই বলেন, পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহরের রাস্তায় রাস্তায় এখন লড়াই চলছে। অবশ্য রুশ বাহিনী শহরের ৮০ ভাগ দখলে নিয়েছে। তিনি বলেন, ‘কিছু সড়কে আমাদের প্রতিরোধকারীরা সফল হয়েছে।’ ছয় রুশ সেনাকে বন্দী করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

হাইদাই বলেন, লুহানস্কের বাকি অংশ (২০ ভাগ) এখনো ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে টানা গোলাবর্ষণ হচ্ছে। তবে স্থানীয় স্বেচ্ছাসেবকেরা কার্গোবোঝাই মানবিক সহায়তা নিয়ে অনেক বসতিতে পৌঁছাতে পেরেছিলেন। তাঁরা লোকজনকে সরিয়ে নিতেও পেরেছেন।

এই ইউক্রেনীয় কর্মকর্তা বলেন, পার্শ্ববর্তী লিসিচানস্ক শহর ইউক্রেনের নিয়ন্ত্রণে রয়েছে। সামরিক দিক বিবেচনায় শহরটি সুবিধাজনক অবস্থানে রয়েছে। পাহাড়ের ওপরে শহরটির অবস্থান হওয়ায় অনেক সুবিধা রয়েছে। শহরের প্রতিরক্ষাব্যবস্থা শক্তিশালী।

হাইদাই বলেন, রুশ বাহিনী ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধাদের ঘেরাও করে ফেলার চেষ্টা করছে। সেভেরোদোনেৎস্ক শহরের দক্ষিণ ও পশ্চিমে ভয়াবহ লড়াই অব্যাহত রয়েছে।

ইউক্রেন যুদ্ধে লুহানস্ক ও দোনেৎস্ক অঞ্চলের সমন্বয়ে গঠিত দনবাসের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া রাশিয়ার প্রাথমিক লক্ষ্য। অবশ্য ওই অঞ্চলের একটি বড় অংশ আগে থেকেই রুশ-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে আছে। সেভেরোদোনেৎস্ক ও লিসিচানস্ক দখল করতে পারলে পুরো লুহানস্কের কার্যকর নিয়ন্ত্রণ নিতে পারবে মস্কো।

আরও পড়ুন

কিয়েভের ন্যাটো জোটে যোগ দেওয়ার পদক্ষেপকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি বলে দাবি করে আসছিল মস্কো। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি দক্ষিণ, পূর্ব ও উত্তর—তিন দিক থেকে স্থল অভিযানও শুরু করে রুশ বাহিনী। তবে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধের মুখে উত্তর দিক থেকে সরে এসে দক্ষিণ ও পূর্বাঞ্চলে অভিযান জোরদারে নজর দেয় ক্রেমলিন।