অভিষেকের বিদেশে যাওয়ায় বাধা নেই

অভিষেক বন্দ্যোপাধ্যায়
ফাইল ছবি: প্রথম আলো

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জরুরি শুনানি শেষে কলকাতা হাইকোর্ট এ রায় দেন।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার জরুরি শুনানি হয় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর একক বেঞ্চে। সেখানে বিচারপতি ইডির আইনজীবী এম ভি রাজু এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সপ্তাংশু বসুর বক্তব্য শোনার পর এ রায় দিয়েছেন। আদালত বলেন, অভিষেক তাঁর স্ত্রী রুচিরা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে চিকিৎসার জন্য দুবাইয়ে যেতে পারবেন। এর আগে অভিষেক চোখের চিকিৎসার জন্য একাধিকবার দুবাইয়ে গেছেন।

আদালত আরও বলেন, দুবাই গিয়ে তিনি কোন হাসপাতালে চিকিৎসা নেবেন, কোন হোটেলে থাকবেন, কোন চিকিৎসকের চিকিৎসা নেবেন, কত দিন থাকবেন, সেখানকার ফোন নম্বর ইত্যাদি জানিয়ে যাবেন ইডিকে। সেই সঙ্গে যাওয়া ও ফেরার টিকিটের কপিও দেবেন। অভিষেকের পালানোর আশঙ্কা ভিত্তিহীন। তবে অভিষেক যেকোনো জায়গায় চিকিৎসা নিতে পারেন। এটা তাঁর মৌলিক অধিকার।

এর আগে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে এক আবেদনে অভিষেক জানিয়েছিলেন, এ মাসের ৩ থেকে ১০ তারিখ পর্যন্ত কয়লা পাচার–কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে যেন ইডি না ডাকেন। এই চিঠি পাওয়ার পর ইডি অভিষেকের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবারই অভিষেক কলকাতা হাইকোর্টে জরুরি একটি আবেদন করে জানান, তাঁর চোখের চিকিৎসার জন্য বৃহস্পতিবারই তাঁকে বিদেশে যেতে হচ্ছে। বিদেশে যাওয়ার রিটার্ন টিকিটও তাঁর রয়েছে। তাই সস্ত্রীক তিনি যাতে দুবাইয়ে যেতে পারেন, এই লক্ষ্যে যেন অনুমতি দেওয়া হয়।

ইডির আইনজীবী আদালতকে জানান, পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর কয়লা পাচার–কাণ্ডে নাম রয়েছে অভিষেকের। এই পাচার–কাণ্ডের মূল নেতা বিনয় মিশ্র। তিনি তৃণমূলের একজন শীর্ষ যুবনেতা। কয়লা পাচার–কাণ্ড নিয়ে মামলা দায়ের হলে বিনয় মিশ্র কোটি কোটি টাকা বিদেশে পাচার করে পালিয়ে যান। এখন তিনি দুবাইয়ে অবস্থান করছেন বলে জানা গেছে। ইডি মনে করছে, দুবাইয়ে গিয়ে অভিষেক দেখা করবেন বিনয় মিশ্রর সঙ্গে। কারণ, এর আগেও একাধিকবার তিনি দুবাইয়ে গেছেন।

ইডির আইনজীবী আদালতে প্রশ্ন তোলেন, তাঁর যে চোখের রোগ, তার কি চিকিৎসা এই ভারতে নেই? সেই চিকিৎসার জন্য কি তাঁকে দুবাইয়ে পাড়ি দিতে হবে?

২০১৬ সালের ১৮ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় বহরমপুরের দলের কর্মসূচি সেরে কলকাতা ফেরার পথে দুর্গাপুর এক্সপ্রেস ওয়েতে এক সড়ক দুর্ঘটনায় পড়েন। ওই দুর্ঘটনায় তিনি প্রচণ্ড আঘান পান মাথায় এবং তাঁর বাঁ চোখে। চোখের সেই চিকিৎসা প্রথমে কলকাতায় এবং পরে বিদেশে হয়। সেই চিকিৎসার ফলোআপ করাতে তিনি বৃহস্পতিবারই দুবাইয়ে যাচ্ছেন বলে জানা গেছে।