ধর্মতলা থেকে গড়িয়াহাট, শিয়ালদহ থেকে রাজাবাজার বা বেলগাছিয়া-পার্ক সার্কাস থেকে এন্টালি-খিদিরপুর সব জায়গাতেই ঈদের বাজার ধীরে ধীরে জমছে। শিশুরা ঈদের নতুন নতুন ডিজাইনের পোশাক পরিচ্ছদ, টুপি, জায়নামাজ, নানা প্রসাধনী এবং নতুন জুতো জামা কিনছে।
মুন্সিগঞ্জের আবদুল করিম এবং তাঁর স্ত্রী জেসমিন আক্তার কলকাতায় চিকিৎসার জন্য এসেছেন। বললেন, চিকিৎসা শেষে এসেছেন বাচ্চাদের জন্য ঈদের পোশাক কিনতে। ঢাকার গুলশানের এক বাসিন্দা বলেছেন, বাংলাদেশিদের কাছে কলকাতার পণ্যের একটা আলাদা আকর্ষণ রয়েছে। সেই আকর্ষণ থেকেই তাঁরা এখানে ঈদের বাজার করতে আসেন।
গড়িয়াহাট, বালিগঞ্জ, টালিগঞ্জসহ শহরের বিভিন্ন শপিংমলও ঈদকে সামনে রেখে আলোকসজ্জা করেছে। ঈদ মোবারক ব্যানার টানিয়ে ক্রেতাদের স্বাগত জানানো হচ্ছে।