কলকাতায় বাংলাদেশের নতুন উপহাইকমিশনার আন্দালিব ইলিয়াস
কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনার হিসেবে যোগ দিয়েছেন কূটনীতিক আন্দালিব ইলিয়াস। তিনি কলকাতার বিদায়ী উপহাইকমিশনার তৌফিক হাসানের স্থলাভিষিক্ত হলেন।
তৌফিক হাসান উপহাইকমিশনার হিসেবে কলকাতায় যোগ দিয়েছিলেন ২০১৭ সালের ৭ আগস্ট। গত সোমবার তিনি বিদায় নেন।
আন্দালিব ইলিয়াস ঢাকা থেকে কলকাতায় এসেছেন। এর আগে তিনি জেনেভা, ম্যানিলা, নিউইয়র্ক ও ব্রাসেলসে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন। আন্দালিব ইলিয়াস বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুরে আন্দালিব ইলিয়াস প্রথম আলোকে বলেন, তিনি কলকাতায় আসতে পেরে খুশি। তাঁর প্রথম কাজ হবে বাংলাদেশের সঙ্গে ভারত তথা পশ্চিমবঙ্গের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করে দুই দেশের সমৃদ্ধির লক্ষ্যে উন্নয়নমূলক কাজকে এগিয়ে নেওয়া।