default-image

ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ মঙ্গলবার সকালে শুরু হয়েছে। ভোট গণনার শুরুতেই দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি) প্রতিদ্বন্দ্বী বিজেপির চেয়ে বড় ব্যবধানে এগিয়ে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

গত শনিবার দিল্লির বিধানসভা নির্বাচন হয়। দিল্লির নিবন্ধিত ভোটারসংখ্যা ১ কোটি ৪৭ লাখ। নির্বাচনে ভোট পড়ে ৬২ দশমিক ৫৯ শতাংশ। ২০১৫ সালের তুলনায় এ হার প্রায় ৫ শতাংশ কম।

ভোট শেষে অবশ্য বুথফেরত বিভিন্ন জরিপে আভাস দেওয়া হয়, দিল্লি বিধানসভায় কেজরিওয়ালের এএপি আবার জয়ী হতে চলছে। ৭০ আসনের দিল্লি বিধানসভায় এএপি ৫৬টি আসন পেতে পারে। এই আসনসংখ্যা গতবারের চেয়ে ১১টি কম। আর বিজেপি পেতে পারে ১৪টি আসন। গতবার দলটি পেয়েছিল ৩টি আসন।

আজ সকালে ভোট গণনার প্রাথমিক পর্যায়ে দেখা যায়, এএপি অন্তত ৪৫টি আসনে এগিয়ে। বিজেপি এগিয়ে ২০টি আসনে।

বিজ্ঞাপন
ভারত থেকে আরও পড়ুন
মন্তব্য করুন