২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

কেরালায় অক্সিজেনের মজুত ফুরিয়ে আসছে

ছবি: এএনআই

ভারতে করোনা নিয়ন্ত্রণে সফল কেরালা রাজ্যেও অক্সিজেনের মজুত ফুরিয়ে আসছে। সেখানে অক্সিজেনের উৎপাদন প্রয়োজনের তুলনায় বেশি ছিল। তাই অন্যান্য রাজ্যেও অক্সিজেন পাঠিয়েছে তারা। কিন্তু এখন আর তাদের পক্ষে তা সম্ভব হবে না।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, রাজ্যটির মুখ্যমন্ত্রী পিনারাই ভিজায়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ–সংক্রান্ত চিঠি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তাঁর রাজ্য এরই মধ্যে প্রতিবেশী রাজ্যগুলোতে অতিরিক্ত মজুত থেকে অক্সিজেন সরবরাহ করেছে। এখন তাঁদের কাছে আর মাত্র ৮৬ মেট্রিক টন অক্সিজেন আছে।

চিঠিতে পিনারাই ভিজায়ান আরও জানিয়েছেন, ৬ মে সেন্ট্রাল কমিটি অব অক্সিজেন অ্যালোকেশনের সিদ্ধান্ত অনুযায়ী কেরালা ১০ মে পর্যন্ত তালিমনাড়ুকে ৪০ মেট্রিক টন অক্সিজেন সরবরাহ করবে। কিন্তু এরপর বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাজ্যের বাইরে আর অক্সিজেন দেওয়া অসম্ভব।

আরও পড়ুন

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যন্ত ভারতে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্যগুলোর মধ্যে একটি কেরালা। পরিস্থিতি সামাল দিতে ১৬ মে পর্যন্ত কড়া লকডাউন জারি করা হয়েছে সেখানে। শুধু প্রয়োজেনে বের হওয়ার অনুমতি আছে। রাজ্যটিতে করোনায় শনাক্তের হার ২৮ দশমিক ৮৮ শতাংশ। টিকা পেয়েছেন মাত্র ১৭ দশমিক ৩৮ শতাংশ মানুষ।

স্ত্রী শ্বাসকষ্টে ভূগছেন। কোথাও অক্সিজেন না পেয়ে বিনা মূল্যে যেখানে অক্সিজেন দেওয়া হয় সেখানে নিয়ে আসেন তাঁকে। গাজিয়াবাদ
ফাইল ছবি: রয়টার্স

মুখ্যমন্ত্রী জানান, কেরালায় বর্তমানে ৪ লাখ ২ হাজার ৬৪০ জন আক্রান্ত রোগী আছে। ১৫ মে পর্যন্ত এই রোগীর সংখ্যা বেড়ে ৬ লাখ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এ হারে যদি বাড়তে থাকে, তাহলে রাজ্যে ৪৫০ মেট্রিক টন অক্সিজেন লাগবে।

রাজ্যের প্রধান অক্সিজেন উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনোক্স। এর মোট উৎপাদন ক্ষমতা ১৫০ মেট্রিক টন। আর অন্যান্য ছোট ছোট ইউনিটের উৎপাদনসহ প্রতিদিন রাজ্যটিতে ২১৯ মেট্রিক টন উৎপাদন হয়।

হাসপাতালে যাওয়ার আগে অটোরিকশায় বসে আছেন আমিনবানু। সেখানেই তাকে সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া হচ্ছে। আহমেদাবাদ
ফাইল ছবি: রয়টার্স

প্রাথমিক পর্যায়ে করোনা রোগীদের চিকিৎসার স্বার্থে অক্সিজেনের ঘাটতি মেটাতে রাজ্যটিতে ৪৫০ মেট্রিক টন অতিরিক্ত মজুত গড়ে তোলে। কিন্তু পার্শ্ববর্তী রাজ্যগুলোর চাহিদার কারণে এই মজুত থেকে তাদের অক্সিজেন সরবরাহ করা হয়।

আরও পড়ুন