কেরালায় বন্যা-ভূমিধসে প্রাণহানি বেড়ে ২৬, নৌকা–হেলিকপ্টারে চলছে উদ্ধারকাজ

ভারতের কেরালা রাজ্যে ভারী বৃষ্টিপাতের জেরে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস
ছবি: এএনআই

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভারী বৃষ্টির পর সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এখনো অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বেশ কিছু ঘরবাড়ি বন্যার পানিতে ভেসে গেছে। এখনো পানিবন্দী অবস্থায় আছে অনেকে। যোগাযোগব্যবস্থা ভেঙে পড়ায় উপকূলীয় এলাকায় আটকে পড়া মানুষদের মাছ ধরার নৌকার সাহায্যে উদ্ধারের চেষ্টা চলছে। ভূমিধসকবলিত এলাকায় হেলিকপ্টারে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। উদ্ধার তৎপরতায় সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভারী বৃষ্টির কারণে কেরালা রাজ্যের নদীগুলোর পানি বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। বন্যার কারণে বেশ কয়েকটি শহর ও গ্রামের যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে। বন্যা ও ভূমিধসে বিভিন্ন এলাকায় মারা যাওয়া ২৬ জনের মধ্যে ৫ জন শিশু রয়েছে। কোত্তায়াম এলাকায় অনেকে পানিবন্দী অবস্থায় আছে। ওই এলাকা থেকে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে, বন্যার পানিতে ডুবে যাওয়া বাস থেকে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে।

কয়েক দিনের ভারী বৃষ্টিতে কেরালা রাজ্যের বিভিন্ন এলাকায় ভূমিধস হয়েছে। গতকাল রোববার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছে অনেক মানুষ। ওই এলাকায় উদ্ধারকাজ ও ত্রাণ সরবরাহের জন্য হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে উদ্ধৃত করে বিবিসি জানায়, কোত্তায়ামে এক পরিবারের ছয় সদস্যকে নিয়ে বন্যার পানিতে ভেসে গেছে একটি বাড়ি। সেখানে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা ও ৩ শিশু রয়েছে।

ইদুক্কি জেলায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও তিন শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ থাকা অন্তত পাঁচজনের সন্ধানে সেখানে অভিযান চলছে।

কোল্লাম ও বিভিন্ন উপকূলীয় শহরের রাস্তাঘাট ভেঙে গেছে, উপড়ে পড়েছে গাছপালা। সেখানে আটকে পড়াদেরকে নৌকায় উদ্ধার করা হচ্ছে। দুর্গত এলাকায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তৎপরতা অব্যাহত রেখেছেন উদ্ধারকারীরা। গতকাল এসব এলাকা থেকে মাটি, পাথর ও উপড়ে পড়া গাছপালা সরাতে উদ্ধারকারীদের সঙ্গে যোগ দেন স্থানীয় লোকজন। রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় আশ্রয়কেন্দ্রও স্থাপন করা হয়েছে।

কেরালায় ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের ঘটনা নতুন কিছু নয়। একসময় কেরালা রাজ্যের যেসব জলভূমি ও হ্রদগুলোকে বন্যার বিরুদ্ধে প্রাকৃতিক রক্ষাকবচ মনে করা হতো, সেগুলো ক্রমবর্ধমান নগরায়ণের কারণে বিলীন হয়ে গেছে। ২০১৮ সালে কেরালায় শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যায় প্রায় ৪০০ মানুষের মৃত্যু হয়, বাস্তুচ্যুত হয়েছে ১০ লাখেরও বেশি মানুষ। ওই বছর প্রাদেশিক সরকারের এক মূল্যায়ন প্রতিবেদনে দেখা গেছে, ভারতে বন্যাপ্রবণ ১০টি এলাকার একটি কেরালা।