‘ঘৃণা ভাষণ’ মামলায় উত্তরাখন্ড সরকারকে ভারতের সুপ্রিম কোর্টের নোটিশ

ভারতের সুপ্রিম কোর্ট
ছবি: এএফপি

‘ঘৃণা ভাষণ’ মামলায় উত্তরাখন্ড সরকারকে নোটিশ পাঠিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমনা, বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি হিমা কোহলির এজলাস থেকে আজ বুধবার এই নোটিশ দেওয়া হয়। পাশাপাশি ২২ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

জনস্বার্থে করা এই মামলার আরজিতে বলা হয়, উত্তরাখন্ডের হরিদ্বারে অনুষ্ঠিত ধর্ম সংসদ সম্মেলন থেকে যাঁরা দেশে মুসলিমদের হত্যার ডাক দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। সাংবাদিক কুরবান আলি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অঞ্জনা প্রকাশ গত সোমবার এই জনস্বার্থ মামলা করেন। সুপ্রিম কোর্টে সেদিনই তা গৃহীত হয়।

আজ ছিল এই মামলার প্রথম শুনানি। আবেদনকারী পক্ষের আইনজীবী ও কংগ্রেস নেতা কপিল সিবাল প্রধান বিচারপতির উদ্দেশে বলেন, ‘ওই ধর্ম সংসদ থেকে কী ধরনের ভাষণ দেওয়া হয়েছিল, অনুগ্রহ করে তাতে একবার চোখ বোলান। আমি তা নিজে থেকে পড়তে চাই না। তাতে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হতে পারে।’ প্রধান বিচারপতি তখন জানান, তাঁরা রাজ্য সরকারকে নোটিশ দিয়েছেন। সিবাল সেই সময় কেন্দ্রীয় সরকারকেও নোটিশ পাঠানোর আরজি জানান।

সিবালের অনুরোধ, মামলার শুনানির পরবর্তী দিন যেন দ্রুত ঠিক করা হয়। কারণ, ভোটের আগে এ ধরনের অনেক ধর্ম সংসদের আয়োজন রাজ্যে রাজ্যে করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, উত্তর প্রদেশের আলিগড়ে পরবর্তী ধর্ম সংসদের দিন ঠিক করা হয়েছে ২৩ জানুয়ারি। দ্রুত ব্যবস্থা না নিলে সম্মেলন থেকে ঘৃণা আরও ছড়াবে। পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠবে। সম্প্রীতি নষ্ট হবে। প্রধান বিচারপতি এন ভি রমনা বলেন, অবেদনকারীরা এই ধরনের অনুষ্ঠান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন। তাঁদের উদ্বেগ ও আপত্তির কথা জানাতে পারেন।