জ্যোতি বসুর স্মৃতি রক্ষার্থে জ্যোতি বসু গবেষণাকেন্দ্র নির্মাণকাজ শুরু
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর স্মৃতি রক্ষার্থে সল্ট লেকের নিউটাউনে জ্যোতি বসু গবেষণাকেন্দ্র নির্মাণের কাজ গতকাল শুক্রবার শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া সল্ট লেকের পাঁচ একর জমির ওপর নির্মাণ হচ্ছে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টার। বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে নির্মাণকাজের উদ্বোধন করেন। ৮ জুলাই ছিল জ্যোতি বসুর ১০৯তম জন্মদিন।
বাম ফ্রন্টের শেষ জমানায় তৎকালীন রাজ্য সরকার সল্ট লেকের নিউটাউনের নাম পরিবর্তন করে জ্যোতি বসু নগর রাখলেও ২০১১ সালে বাম ফ্রন্টের ৩৪ বছরের শাসনের অবসান ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলে বাদ হয়ে যায় বাম ফ্রন্টের জ্যোতিবসু নগর গড়ার স্বপ্ন।
এরপর অনেক দেনদরবার ও টালবাহানার পর পশ্চিমবঙ্গ সরকার গত বছর সিপিএমের হাতে তুলে দেয় ওই পাঁচ একর জমি। সেই জমিতেই সিপিএম নির্মাণ করছে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ভবন। গত বছর জ্যোতি বসুর জন্মদিনের আগে এই জমি তুলে দেওয়া হয় সিপিএমের হাতে। ৮ জুলাই জ্যোতি বসুর ১০৯তম জন্মদিন ঘিরে সেখানে জ্যোতি বসু গবেষণাকেন্দ্র নির্মাণকাজ শুরু করেছে সিপিএম।
১৯১৪ সালের ৮ জুলাই জ্যোতি বসুর জন্ম হয়েছিল কলকাতায়। তবে তাঁর শৈশবের একটা বড় সময় কেটেছে তাঁর পৈতৃক ভিটে বাংলাদেশের নারায়ণগঞ্জের বারদী গ্রামে। জ্যোতি বসু প্রয়াত হন কলকাতায় ২০১০ সালের ১৭ জানুয়ারি। বাংলাদেশের বারদী গ্রামের জ্যোতি বসুর পৈতৃক বাসভবন বাংলাদেশ সরকার অধিগ্রহণ করে সেখানে একটি জ্যোতি বসু জাদুঘর নির্মাণ করেছে।