নোবেলজয়ী অমর্ত্য সেন করোনায় আক্রান্ত

অমর্ত্য সেন
ফাইল ছবি

করোনায় আক্রান্ত হয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। চিকিৎসকদের পরামর্শে এখন শান্তিনিকেতনে নিজের বাড়ি প্রতীচীতেই আইসোলেশনে আছেন তিনি। সেখানেই চলছে চিকিৎসা।

আজ শনিবার ভারতের গণমাধ্যম আনন্দবাজারসহ কয়েকটি গণমাধ্যমে খবরে এ কথা বলা হয়েছে।

১ জুলাই শান্তিনিকেতনে নিজের বাড়িতে আসেন ৮৯ বছর বয়সী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ৷ লকডাউনের কারণে পৈতৃক ভিটেতে আসা হচ্ছিল না তাঁর। প্রায় দুই বছর পর এ মাসেই শান্তিনিকেতনে আসেন তিনি।

আজ শনিবার শান্তিনিকেতনের বাড়ি থেকে কলকাতা যাওয়ার কথা ছিল অমর্ত্য সেনের। সেখানে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। আবার আগামীকাল রোববার লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় সবই সাময়িক বাতিল করা হয়েছে।