বিজেপি এখন রাজনীতির ময়দানে লড়তে পারে না: অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাবুল সুপ্রিয়র সমর্থনে তৃণমূলের উদ্যোগে রোড শো অনুষ্ঠিত হয়েছে
ছবি: ভাস্কর মুখার্জি

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপি এখন রাজনীতির ময়দানে লড়তে পারে না। সে জন্যই তারা ইডি, সিবিআই ব্যবহার করছে। ভয় দেখাচ্ছে রাষ্ট্রপতির শাসন বা ৩৫৬ ধারা জারির।

ভারতের দক্ষিণ কলকাতার বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন মোদির মন্ত্রিসভার সাবেক মন্ত্রী ও সাংসদ বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয়র সমর্থনে আজ  দুপুর দুইটায় তৃণমূলের উদ্যোগে এক রোড শো অনুষ্ঠিত হয়। রোড শোটি দক্ষিণ কলকাতার বালিগঞ্জ ফাঁড়ি থেকে শুরু হয়ে শিয়ালদহের কাছাকাছি মল্লিক বাজারে গিয়ে শেষ হয়। রোড শোর নেতৃত্ব দেওয়া তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এসব কথা বলেন।  

রোড শোতে তৃণমূলের অন্যান্য নেতা–কর্মীও উপস্থিত ছিলেন। রোড শোতে অংশ নেওয়া তৃণমূলের নেতা-কর্মীরা বাবুল সুপ্রিয়কে বিপুল ভোটে জেতানোর অঙ্গীকার করেন। এই আসনে সিপিএম প্রার্থী দিয়েছে সায়রা শাহ হালিম আর বিজেপি প্রার্থী দিয়েছে কেয়া ঘোষকে।

আজ রোড শোর পর মল্লিকবাজারে আয়োজিত তৃণমূলের প্রার্থীর পক্ষের পথসভায় বক্তব্য দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাবুল সুপ্রিয় জয় শ্রীরামের রাজনীতি ছেড়ে জয় বাংলার রাজনীতিতে এসেছেন। জয় শ্রীরামের রাজনীতি ছেড়ে জয় হিন্দের রাজনীতিতে এসেছেন। সেই বাবুল সুপ্রিয় এবার বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হয়েছেন। আমাদের লক্ষ্য হবে বাবুল সুপ্রিয়কে বিপুল ভোটে জয়ী করে বিজেপিকে পরাস্ত করা। হটিয়ে দেওয়া। বিজেপি আর আজ রাজনীতির ময়দানে লড়তে পারে না। সে জন্যই তারা ইডি, সিবিআই ব্যবহার করছে।

ভয় দেখাচ্ছে রাষ্ট্রপতির শাসন বা ৩৫৬ ধারা জারির। ওরা ৩৫৬ ধারা জারি করুক। আমরাই জিতব। পরের বছর ২৫০ আসন পাব।’

অভিষেক আরও বলেন, নারদের যিনি কাগজে মুড়ে টাকা নিয়েছেন, আজ তিনি বিজেপিতে গিয়ে সাধু বনেছেন। কিন্তু মানুষ তো এখন মমতার দিকে। রাজ্যবাসীও ছুড়ে দিয়েছে বিজেপিকে।