default-image

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও তাঁর স্ত্রী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে বাবুল সুপ্রিয় দ্বিতীয়বার করোনায় সংক্রমিত হলেন। আজ রোববার বাবুল সুপ্রিয় নিজেই টুইট করে এই তথ্য জানিয়েছেন।

টুইটে বাবুল সুপ্রিয় লিখেছেন, ‘আমি ও আমার স্ত্রী উভয়ই করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছি। আমি দ্বিতীয়বার হলাম। আসানসোলে ভোট দিতে পারব না বলে খুব খারাপ লাগছে।’

আগামীকাল সোমবার (২৬ এপ্রিল) পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সপ্তম পর্ব অনুষ্ঠিত হবে। এই পর্বে আসানসোলসহ ৩৬টি আসনে ভোট হবে।

বিজ্ঞাপন

বাবুল সুপ্রিয় লোকসভার আসানসোল আসনের বিজেপির দুবারের সাংসদ। পশ্চিমবঙ্গের চলতি বিধানসভা নির্বাচনে তিনি টালিগঞ্জ আসনে প্রার্থী হয়েছেন। সেখানে অবশ্য ইতিমধ্যে ভোট হয়ে গেছে।

বিধানসভা নির্বাচনের সপ্তম পর্বে আসানসোলে বাবুলের ভোট দেওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমিত হওয়ায় তিনি এখন আর ভোট দিতে পারছেন না।

বাবুল সুপ্রিয় লিখেছেন, ২৬ এপ্রিলের ভোটে আসানসোলে তাঁর থাকার দরকার ছিল। তবে এখন তিনি ঘরে বসেই তাঁর দায়িত্ব পালন করবেন। তিনি মানসিকভাবে আসানসোলে বিজেপির প্রার্থীদের পাশেই থাকবেন।

কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় গত বছর প্রথমবার করোনায় সংক্রমিত হয়েছিলেন।

ভারত থেকে আরও পড়ুন
মন্তব্য করুন