default-image

নানা বিষয়ে ঘন ঘন টুইটের জন্য বেশ সুনাম আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তবে আজ বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরুর পর থেকে মোদির কোনো টুইট আসেনি। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে বেশি আসন নিশ্চিত হওয়ার পর মোদি টুইট করেন। বলেন, ‘ভারত আবারও জয়ী হলো।’

ভারতের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বড় জয় পাওয়ার পর টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমরা একসঙ্গে বড় হই। একসঙ্গে সমৃদ্ধ হই। একসঙ্গে আমরা শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক ভারত গড়ে তুলব। ভারত আবারও জয়ী হলো। #বিজয়ীভারত।’

এ পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, মোদির দল ২৯৪টি আসন পাচ্ছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৮২টি আসন পেয়েছিল।

বিজ্ঞাপন
মন্তব্য করুন