default-image

ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গত বৃহস্পতিবার দেশটিতে ১ লাখ ৩১ হাজার ৯৬৮ জন ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এতে মোট সংক্রমিতের সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি ৩০ লাখের বেশি। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭৮০ জন।

দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬৪। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ভারতে গত পাঁচ দিনের মধ্যে চার দিনই আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতে করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি। দেশটিতে গত বছরের মহামারির প্রথম ঢেউয়ের তুলনায় এবারের সংক্রমণ আরও বেশি। ফলে অনেক রাজ্যে নতুন করে কড়াকড়ি আরোপ হয়েছে।

গতকাল রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাসে সংক্রমিত এলাকাগুলোতে ছোট ছোট জোনে ভাগ করে করোনা পরীক্ষা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। মোদি রাজ্যগুলোতে ১১ থেকে ১৪ এপ্রিল টিকা উৎসব পালনের আহ্বান জানান।

ভারত থেকে আরও পড়ুন
মন্তব্য করুন