ভারতে দিনে রোগী শনাক্ত আড়াই লাখ, তবু মেলায় লাখো মানুষের ঢল

‘মাঘ মেলা’য় হিন্দু সম্প্রদায়ের মানুষ ‘গঙ্গা আরতি’ করছেন। শুক্রবার গঙ্গা-যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদে। করোনার লাগামহীন সংক্রমণের মধ্যেই মকরসংক্রান্তি উৎসব উপলক্ষে ভারতে এ মেলা চলছে
ছবি: এএফপি

ভারতে শুক্রবার এক দিনে চলতি বছরের সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। এরপরও দেশটিতে বন্ধ নেই ধর্মীয় জনসমাগম। মকরসংক্রান্তি উৎসব উপলক্ষে উত্তর প্রদেশের প্রয়াগরাজে সমবেত হয়েছে লাখো মানুষ। ফলে ভারতে সংক্রমণ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের বরাতে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ২ লাখ ৬৪ হাজার ২০২ জনের। চলতি বছরের প্রথম দিন দেশটিতে ২২ হাজার ৭৭৫ জনের করোনা শনাক্ত হয়েছিল। এর পর থেকে প্রতিদিনই বাড়ছে দৈনিক সংক্রমণ। সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৩১৫ জনের মৃত্যু হয়েছে।

এই পরিস্থিতির মধ্যে উত্তর প্রদেশে মকরসংক্রান্তিতে পবিত্র গঙ্গাস্নানের উদ্দেশ্যে লাখ লাখ পুণ্যার্থীর জমায়েত উদ্বেগ বাড়িয়েছে। গত বছর হরিদ্বারে কুম্ভ মেলায় লাখো মানুষের জমায়েতের পর ভারতে করোনার সংক্রমণ বেড়ে গিয়েছিল। এরপরও উত্তর প্রদেশ সরকার মাঘ মেলার আয়োজন বন্ধ করেনি।

প্রদেশটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুণ্যার্থীদের করোনার নিয়মাবলি মেনে চলার আহ্বান জানিয়েছেন। বলা হয়েছে, টিকার সনদ না থাকলে কেউ মেলায় অংশ নিতে পারবেন না। করোনার পরীক্ষা করিয়ে তবেই যেতে হবে। ভিড় ঠেকাতে পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।