ভারতে করোনা শনাক্ত ৫৪ লাখ ছাড়াল
ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯২ হাজার ৬০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ রোববার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৬১৯।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে ১ হাজার ১৩৩ জন। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ হাজার ৭৫২।
দেশটিতে ২৪ ঘণ্টায় নতুন সংক্রমিতের চেয়ে করোনা থেকে সেরে ওঠা রোগীর সংখ্যা বেশি। গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ৬১২ জন রোগী করোনা থেকে সেরে উঠেছেন। এ নিয়ে পরপর দুই দিন সংক্রমিতের চেয়ে সেরে ওঠা রোগীর সংখ্যা বেশি দেখা গেল।
দেশটিতে করোনা থেকে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৩ হাজার ৪৩ জন।
বর্তমানে দেশটিতে সক্রিয় করোনা রোগী রয়েছেন ১০ লাখ ১০ হাজার ৮২৪ জন।
ভারতে করোনা থেকে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৯ দশমিক ৬৭ শতাংশ। সুস্থতার দিক দিয়ে এই মুহূর্তে ভারতের অবস্থান বিশ্বে শীর্ষে।
গত ২৪ ঘণ্টায় ভারতে ১২ লাখ ৬ হাজার ৮০৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার এই সংখ্যা একটি রেকর্ড।
ভারতে দ্রুত করোনা ছড়াচ্ছে। দেশটিতে এক সপ্তাহ ধরে প্রতিদিন ৯০ হাজারের বেশি করোনায় সংক্রমিত মানুষ শনাক্ত হচ্ছেন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। তৃতীয় ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৭ লাখ ৮৪ হাজার ৬৭১। করোনায় বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৫৭ হাজার ৫৯।