ভারতে ২ মাসে সবচেয়ে কম করোনা শনাক্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছে
ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৩৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। দুই মাসের মধ্যে শনাক্তের এ সংখ্যা সবচেয়ে কম। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ তথ্য জানায়। এনডিটিভির খবর বলছে, এ নিয়ে দেশটিতে প্রায় ৭২ লাখ মানুষ করোনায় সংক্রমিত হলেন।

ভারতে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ১ লাখ ৯ হাজার ১৫০ জন।

ভারতে আগে ২৪ ঘণ্টায় ৯০ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হন। এখন দেশটিতে ২৪ ঘণ্টায় ৭২ থেকে ৭৪ হাজার মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন।

ভারতে করোনায় সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়েছেন ৭৭ হাজার ৭৬০ জন। দেশটিতে সুস্থতার হার ৮৬ দশমিক ৮ শতাংশ। সরকারি হিসাব বলছে, ৬২ লাখের বেশি মানুষ কোভিডে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন।

ভারতে আগস্ট মাসের শুরু থেকে দিনে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৮০০ থেকে ৯০০ জনের মধ্যে মৃত্যুর সংখ্যা ছিল।

ভারত সরকার গতকাল সোমবার ১০ লাখ মানুষের করোনা পরীক্ষা করে। ৫ দশমিক ২ শতাংশ মানুষ করোনায় শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত ৮ কোটির বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে।

গত এক মাসে প্রতি সপ্তাহে গড়ে নয় লাখ মানুষের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। গত এক মাসে ভারতে করোনায় শনাক্তের হার ৮ দশমিক ৪ শতাংশ থেকে কমে ৬ দশমিক ৩ শতাংশে নেমে আসে।

মহারাষ্ট্র, কর্ণাটক, কেরালা ও তামিলনাড়ু রাজ্যে করোনাভাইরাসে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। তবে এসব রাজ্যে করোনার সংক্রমণ কিছুটা কমেছে।