২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

মমতার মন্ত্রিসভায় কে কোন দপ্তর পেলেন

মমতা বন্দ্যোপাধ্যায়। টানা তৃতীয়বার পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে তাঁর দল তৃণমূল কংগ্রেস
ছবি: এএনআই

পশ্চিমবঙ্গের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে ৪৩ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের মধ্যে দপ্তর বণ্টনও করে দিয়েছেন।


কে কোন দপ্তর পেলেন: সুব্রত মুখার্জি (পঞ্চায়েত ও পল্লি উন্নয়ন), পার্থ চ্যাটার্জি (শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও পরিষদীয় বিষয়ক দপ্তর), অমিত মিত্র (অর্থ ও পরিকল্পনা), সাধন পান্ডে (ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর গোষ্ঠী), জ্যোতিপ্রিয় মল্লিক (বন), বঙ্কিম চন্দ্র হাজরা (সুন্দরবনবিষয়ক), মানস রঞ্জন ভূঁইয়া (জলসম্পদ উন্নয়ন), সৌমেন কুমার মহাপাত্র (সেচ ও জলপথ), মলয় ঘটক (আইন), অরূপ বিশ্বাস (যুব উন্নয়ন ও ক্রীড়া), উজ্জ্বল বিশ্বাস (কারা), অরূপ রায় (সমবায়), রথীন ঘোষ (খাদ্য ও সরবরাহ), ফিরহাদ হাকিম (পরিবহন), চন্দ্রনাথ সিনহা (ক্ষুদ্র ও মাঝারি শিল্প), শোভন দেব চট্টোপাধ্যায় (কৃষি), ব্রাত্য বসু (স্কুল ও উচ্চশিক্ষা), পুলক রায় (জনস্বাস্থ্য), শশী পাঁজা (নারী ও শিশু কল্যাণ), মো. গোলাম রব্বানী (সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা), বিপ্লব মিত্র (কৃষি বিপণন), জাভেদ আহমেদ খান (অসামরিক প্রতিরক্ষা ও বিপর্যয় মোকাবিলা), স্বপন দেবনাথ (পশু সম্পদ উন্নয়ন) এবং সিদ্দিকুল্লা চৌধুরী (গ্রন্থাগার)।

প্রতিমন্ত্রীদের মধ্যে বেচারাম মান্না (শ্রম), সুব্রত সাহা (খাদ্য প্রক্রিয়াকরণ), হুমায়ুন কবীর (কারিগরি শিক্ষা), অখিল গিরি (মৎস্য), চন্দ্রিমা ভট্টাচার্য (নগর উন্নয়ন ও পৌরবিষয়ক), রত্না দে নাগ (পরিবেশ), সন্ধ্যারানী টুডু (পঞ্চায়েত উন্নয়ন), বুলু চিক বরাইক (অনগ্রসর সম্প্রদায় উন্নয়ন), সুজিত বসু (অগ্নিনির্বাপণ) ও ইন্দ্রনীল সেন (পর্যটন, তথ্য ও সংস্কৃতি) স্বাধীন দপ্তর পেয়েছেন।

এ ছাড়া দিলীপ মণ্ডল (পরিবহন), আখতারুজ্জামান (শক্তি সম্পদ), শিউলি সাহা (পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন), শ্রীকান্ত মাহাত (ক্ষুদ্র ও মাঝারি শিল্প), ইয়াসমীন সাবিনা (সেচ ও জলপথ), বীরবাহা হাঁসদা (বন), জ্যোৎস্না মান্ডি (খাদ্য ও সরবরাহ), অধিকারী পরেশ চন্দ্র (স্কুল শিক্ষা) এবং মনোজ তিওয়ারি (যুব ও ক্রীড়া)।

মুখ্যমন্ত্রী মমতার তৃতীয় মেয়াদের মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণ মন্ত্রী ও ১৯ জন প্রতিমন্ত্রী স্থান পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে গত বুধবার রাজভবনে শপথ নিয়েছেন।