মমতা আবার জানিয়ে দিলেন, পশ্চিমবঙ্গ ভাগ হবে না

আলিপুরদুয়ার জেলা পরিদর্শনকালে সাধারণ মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়
ছবি: প্রথম আলো

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ভেঙে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য গড়ার বিরুদ্ধে আবার জোরালো অবস্থান ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার প্যারেড গ্রাউন্ডে তৃণমূল কংগ্রেস আয়োজিত এক সমাবেশে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।

মমতার আলিপুরদুয়ার সফরের আগে উত্তরবঙ্গের নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দল কেএলও বা কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের প্রধান জীবন সিং এক ভিডিও বার্তায় মমতাকে হুঁশিয়ারি দিয়েছিলেন। বলেছিলেন, ‘কোচ-কামতাপুরে আমরা আপনাকে (মমতা) পা ফেলতে নিষেধ করছি। এই অঞ্চল নিয়ে কোনো হস্তক্ষেপ বা বিরোধিতা করা হলে পরিস্থিতি ভয়াবহ হবে।’

জীবন সিংয়ের সেই বার্তাকে মঙ্গলবার চ্যালেঞ্জ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেছেন, ‘বন্দুক ঠেকালে আমরা রক্ত দেব, কিন্তু বাংলা ভাগ হতে দেব না।’

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে মমতা বলেন, ‘নির্বাচনের আগে পৃথক গোর্খাল্যান্ড রাজ্য দেওয়ার ঘোষণা করেছিল ওরা। সেটা কী দিতে পেরেছে? আমরাও বলছি, আমরা এই বাংলাকে ভাগ হতে দেব না। বাংলা ভাগ করে উত্তরবঙ্গ বা গোর্খাল্যান্ড রাজ্য গড়তে দেব না। এই বাংলা জাতিধর্ম-নির্বিশেষে এক হয়ে এক বাংলায় থাকবে। আর লড়াই চালিয়ে যাবে ধর্মান্ধতার বিরুদ্ধে। বিজেপির বিরুদ্ধে।’

মুখ্যমন্ত্রী বলেন, ভোট এলে ওরা বিবাদ লাগিয়ে দেয় পাহাড়ি আর সমতলের মানুষের মধ্যে, কিন্তু সফল হতে পারে না। কারণ, বাংলার মানুষ আজ বাংলা ভাগের বিরুদ্ধে, ঐক্যবদ্ধ বাংলার পক্ষে।


এ সময় বিজেপি সরকারের সমালোচনা করে মমতা বলেন, ‘মোদি সরকার একটা ভেজাল সরকার। আগে বলতাম, জুমলা সরকার। এখন বলছি, ভেজাল সরকার।’