মোদির অনুষ্ঠানে মমতার বক্তব্যে বিতর্ক

ভার্চুয়ালি হাসপাতাল উদ্ধোধনী অনুষ্ঠানে ছিলেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চ্যুয়াল উপস্থিতিতে একটি হাসপাতালের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুরে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের দ্বিতীয় ক্যাম্পাসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দুজনেই তাঁদের নিজ নিজ অফিস থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন। আনুষ্ঠানিকভাবে নতুন হাসপাতালের উদ্বোধন করেন নরেন্দ্র মোদি।

উদ্বোধন অনুষ্ঠানের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে প্রধানমন্ত্রী শুক্রবার হাসপাতালটির উদ্বোধন করলেও রাজ্য সরকার আগেই তা করে দিয়েছিল। প্রথম দিকে কোভিড রোগী বাড়ার সময় যখন অনেক হাসপাতালের দরকার ছিল এবং শয্যা বাড়ানোর প্রয়োজন ছিল, তখন চিত্তরঞ্জন হাসপাতালের দ্বিতীয় ক্যাম্পাস ব্যবহার করা হয়েছিল।

মমতার এ বক্তব্যকে ভালোভাবে নেয়নি ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বিজেপির সর্বভারতীয় নেতা ও মুখপাত্র অমিত মালব্য এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিকেলে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ করেন। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রী একটি বিরাট ক্যাম্পাসের একটি অংশে কয়েকটি শয্যা পেতে করা কোভিড হাসপাতাল এবং একটি পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতালের পার্থক্য বোঝেন না। মুখ্যমন্ত্রী যেটা উদ্বোধন করেছিলেন সেটা ছিল একটা ভবন, যেখানে কিছু শয্যা ছিল। আর প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন ক্যানসার হাসপাতালের। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে মমতার এ বক্তব্যের কোনো জবাব দেননি। হাসপাতালটি পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম ক্যানসার হাসপাতাল হিসেবে স্বীকৃত হবে।