সংক্রমণ কমছে পশ্চিমবঙ্গে, ১৯ জেলায় মৃত্যুহীন দিন

কলকাতার একটি হাসপাতালে করোনার টিকা দেওয়া হচ্ছে
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গে কমে এসেছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৭০০ জন। একই সময়ে সেখানে মৃত্যু হয়েছে ছয়জনের। ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু দেখেনি কলকাতাসহ রাজ্যটির ১৯ জেলা। গতকাল বুধবার রাতে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

রাজ্য স্বাস্থ্য দপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৪৬ জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮ দশমিক ১৫ শতাংশ। একই সঙ্গে মৃত্যুহার ১ দশমিক ১৯ শতাংশে নেমে এসেছে। এখনো রাজ্যের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন ১০ হাজার ১৬৩ করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় কলকাতায় কেউ মারা না গেলেও নতুন করে ৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ সময় পশ্চিমবঙ্গের চারটি জেলা ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা শনাক্তের পর রাজ্যটিতে মোট মৃত্যু হলো ১৮ হাজার ২৫৮ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৬৯৯ জন। একই সময়ে করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৭ হাজার ২৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৪৭ হাজার ১১ জনের। সব মিলিয়ে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৬২ লাখ ৯ হাজার ৮২৫ জনের। একই সময়ে রাজ্যে করোনার টিকা নিয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৩৩৫ জন। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ২ লাখ ৯৮ হাজার ৮৫৭ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫০ হাজার ৪৭৮ জন।

করোনার তৃতীয় ঢেউ প্রতিরোধে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। ফলে পশ্চিমবঙ্গে করোনার মৃত্যু ও সংক্রমণের হার কমে এসেছে। তবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, দার্জিলিং ও পূর্ব মেদিনীপুর জেলায় সংক্রমণের হার এখনো বেশি।