কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ইডির সমনের প্রতিবাদে কংগ্রেস নেতারা বিক্ষোভ দেখিয়েছেন
ছবি: এএনআই

কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ সোমবার ভারতের আর্থিক দুর্নীতি–সংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দপ্তরে হাজির হয়েছেন। ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে অর্থ লেনদেনের অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে ইডি।

রাহুলকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি সমন জারি করেছিল। এই সমনের পরিপ্রেক্ষিতে আজ তিনি ইডি দপ্তরে হাজির হন। রাহুলকে ইডির সমনের প্রতিবাদে কংগ্রেস নেতারা রাজধানী নয়াদিল্লির রাজপথে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন।

একই মামলায় রাহুলের মা ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকেও জিজ্ঞাসাবাদের জন্য ইডি সমন জারি করেছে।

করোনা-সংক্রান্ত অসুস্থতা নিয়ে রাজধানী নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া। স্থানীয় সময় গতকাল রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ৭৫ বছর বয়সী সোনিয়ার ২ জুন করোনা শনাক্ত হয়।

আরও পড়ুন

সোনিয়া গান্ধী ও রাহুলকে তলব

করোনা সংক্রমিত হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি নতুন তারিখ দিয়েছে। ২৩ জুন তাঁকে ইডি দপ্তরে হাজির হতে বলা হয়েছে।

আজ রাহুল প্রথমে নয়াদিল্লিতে অবস্থিত কংগ্রেস সদর দপ্তরে যান। কংগ্রেস সদর দপ্তরে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা আগেই অবস্থান করছিলেন। পরে তাঁরা বিক্ষোভ বের করেন।

কংগ্রেস নেতারা বিক্ষোভ বের করলে দফায় দফায় পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন। তবে কংগ্রেস নেতারা বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের থামিয়ে দেয় পুলিশ। পরে রাহুল ও তাঁর আইনজীবী ইডি দপ্তরে যান। আর কংগ্রেস নেতারা সড়কে বসে বিক্ষোভ দেখাতে থাকেন।

ভিডিওতে দেখা যায়, রাহুল যখন হেঁটে ইডি দপ্তর অভিমুখে যাচ্ছিলেন, তখন সঙ্গে ছিলেন তাঁর বোন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। তাঁরা বিজেপির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন।

আরও পড়ুন

সোনিয়া গান্ধীর অবস্থা স্থিতিশীল, চিকিৎসকদের পর্যবেক্ষণে

কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে, ন্যাশনাল হেরাল্ড মামলায় বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগের বিন্দুমাত্র সত্যতা নেই। ইডি একসময় মামলাটি বন্ধ করে দিয়েছিল। পরে আবার রাজনৈতিক কারণে মামলা চালু করা হয়েছে। সস্তার রাজনীতি ও প্রতিহিংসা চরিতার্থ করা ছাড়া এই মামলায় আর কিছু নেই। তারা সাহসের সঙ্গে এই মামলা মোকাবিলা করবে।