‘সাংবাদিকতায়’ শিশুর চমক

সাত বছরের সেই শিশুটি
ছবি: সংগৃহীত

বয়স মাত্র সাত বছর। বছর দুয়েক হলো স্কুলে যাওয়া শুরু করেছে সে। কিন্তু এরই মধ্যে ‘সাংবাদিক’ হিসেবে তাক লাগিয়ে দিয়েছে। ভারতের মণিপুর রাজ্যে একটি অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধনের খবর অনলাইনে প্রকাশ করে রাতারাতি নায়ক বনে গেছে শিশুটি।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং গত সোমবার রাজ্যের সেনাপাতি জেলা হাসপাতালে একটি অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করতে যান। ওই হাসপাতালের কাছে একটি বাড়ির ছাদ থেকে সেই অনুষ্ঠান কাভার করে শিশুটি। প্রশিক্ষিত সাংবাদিকের মতোই অনলাইন লাইভে অনুষ্ঠানের বিস্তারিত তথ্য এলাকাবাসীকে জানিয়ে দেয় সে। এ সময় তার মধ্যে ছিল না কোনো জড়তা। একজন টিভি রিপোর্টার যেমনভাবে সার্বিক পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেন, ওই স্কুলছাত্রও তেমনি করে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আগমন থেকে শুরু করে সব তথ্য প্রকাশ করে।

ওই ঘটনার ২ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ গত মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন বিরেন সিং। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার তরুণ বন্ধুকে দেখুন, যে সেনাপাতি জেলা হাসপাতালে আমার অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।’ এরপর ভিডিওটি ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, ধূসর রঙের টি–শার্ট পরা শিশুটি ক্যামেরার সামনে দাঁড়িয়ে সাবলীল ভাষায় ওই অনুষ্ঠানের বর্ণনা দিচ্ছে। এ সময় তার অঙ্গভঙ্গিও ছিল পেশাদার সাংবাদিকের মতো। একপর্যায়ে সে বলে, ‘মুখ্যমন্ত্রী অক্সিজেন প্ল্যান্ট উদ্বোধন করতে এখানে এসেছেন। এ পদক্ষেপ করোনা মোকাবিলায় আমাদের সাহায্য করবে।’ উদ্বোধন শেষে মুখ্যমন্ত্রী বিরেন সিং যখন ফিরে যাচ্ছিলেন, তখন তাঁকে বহনকারী হেলিকপ্টারের দিকে ক্যামেরা ধরে সে। এ সময় শিশুটি বলে, ‘এখানে আসার জন্য এন বিরেন সিংজি, আপনাকে অনেক ধন্যবাদ। এর জন্য আমরা গর্বিত। আপনি আবার এখানে আসবেন, সেই অনুরোধ রইল।’

শিশুটির দক্ষতা দেখে অনেকে প্রশংসা করেছেন। টুইটারে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘দয়া করে তাকে রাজ্যের খুদে দূত নিয়োগ করুন। এ রাজ্যের পর্যটন উন্নয়নে সে ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করবে।’