কোভিড-সংক্রান্ত অসুস্থতা নিয়ে ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে ভর্তি হয়েছেন কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী। স্থানীয় সময় গতকাল রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি এখন চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। খবর এনডিটিভির।
গতকাল কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সুরজেওয়ালা টুইট করেন, ‘কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী কোভিড-সংক্রান্ত অসুস্থতা নিয়ে আজ গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। পর্যবেক্ষণের জন্য তিনি হাসপাতালে থাকবেন। উদ্বেগ ও শুভকামনা জানানোয় দলীয় কর্মী ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ।’
২ জুন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর করোনা শনাক্ত হয়। তাঁর বয়স এখন ৭৫ বছর। আগে থেকেই তিনি নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।
এর আগে অর্থ পাচারের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোনিয়া গান্ধীকে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সমন জারি করে। তাঁকে ৮ জুন সংস্থাটির দপ্তরে হাজিরা দিতে বলা হয়। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তিনি ওই সময় সংস্থাটির কাছে আরও সময় চেয়ে আবেদন করেন।