হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও
মায়ের জন্মদিন। এ উপলক্ষে উপহার এনেছেন ছেলে। উপহার দেখে প্রথমে উচ্ছ্বসিত দেখা যায়নি মাকে। পরে তাঁর মুখে দেখা যায় আনন্দের আভা। ভারতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। মায়ের খুশি দেখে উচ্ছ্বসিত হয়েছে ইন্টারনেট ব্যবহারকারীরাও।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সাড়া ফেলা ভিডিওটি প্রথমে টুইটারে শেয়ার করেন ভিগনেশ নামের এক নারী। ভিডিওটি টুইট করেছেন জনপ্রিয় তামিল অভিনেতা আর মাধবানও। এখন পর্যন্ত সেটি দেখেছেন সাত লাখের বেশি মানুষ। মন্তব্য এসেছে হাজার হাজার। এ ছাড়া রিটুইট তো হয়েছেই।
ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, মায়ের হাতে একটি বড় ব্যাগ দিয়েছেন ছেলে। ওই ব্যাগের ভেতরে ছিল আরেকটি ছোট ব্যাগ। সেটির ভেতরে উপহারের একটি মুঠোফোন দেখে প্রথমে অবাক হয়ে যান মা। পরে খুশিতে ছেলেকে জড়িয়ে ধরেন। ভিডিওটি শেয়ার করে ভিগনেশ লিখেছেন, ‘ব্যাগের ভেতরের মুঠোফোনটির দাম ৮ হাজার ৮০০ রুপি হতে পারে। তবে মায়ের মুখে যে হাসি দেখা গেছে, তা অমূল্য।’
এদিকে ভিডিওটি নিয়ে নানাজন নানা মন্তব্য করেছেন। টুইটারে সুন্দরপ্রিথা নামের একজন লিখেছেন, ভিডিওটি তাঁর হৃদয় ছুঁয়ে গেছে। অপর দিকে রাজেশ শ্রীধর নামের একজন লিখেছেন, ‘আমি জানি না, আমার চোখে পানি কেন।’