ভারতের উত্তর প্রদেশে পুণ্যার্থী বহনকারী একটি ট্রাক্টর ট্রলি উল্টে পুকুরে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে
ছবি: এএনআই

ভারতের উত্তর প্রদেশের কানপুরে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের অধিকাংশই নারী ও শিশু। গুরুতর আহত হয়েছে ২০ জনের বেশি। খবর এনডিটিভির।

রাজ্যের কর্মকর্তারা জানান, গতকাল শনিবার পুণ্যার্থী বহনকারী একটি ট্রাক্টর ট্রলি উল্টে পুকুরে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

ট্রাক্টর ট্রলিটিতে অর্ধশত আরোহী ছিলেন। তাঁরা রাজ্যের উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিলেন। পথে কানপুরের ঘাটমপুর এলাকায় তাঁরা দুর্ঘটনায় পড়েন।

আরও পড়ুন

পশ্চিমবঙ্গে গাড়ি দুর্ঘটনায় ১০ পুণ্যার্থী নিহত

দুর্ঘটনায় আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন। কোনো ধরনের সুরক্ষা সরঞ্জাম ছাড়াই স্থানীয় লোকজনকে পুকুর থেকে লাশ তুলে আনতে দেখা গেছে।

হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহত ব্যক্তিদের পরিবারপ্রতি দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর আহত প্রত্যেককে ৫০ হাজার রুপি সহায়তা দেওয়া হবে।

প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্ধারকাজ দেখভালের জন্য তিনি রাজ্যের জ্যেষ্ঠ মন্ত্রী রাকেশ সচন ও অজিত পালকে ঘটনাস্থলে পাঠিয়েছেন।

আরও পড়ুন

কাশ্মীরে মন্দিরে পদদলিত হয়ে ১২ পুণ্যার্থীর মৃত্যু

দুর্ঘটনার পরপরই যাতায়াতের বাহন হিসেবে ট্রাক্টর ট্রলি ব্যবহার না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, কেবল কৃষিকাজ ও পণ্য পরিবহনে ট্রাক্টর ট্রলি ব্যবহার করা উচিত।

মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে উদ্ধার অভিযান তদারক করছেন বলে জানিয়েছেন সরকারের এক মুখপাত্র।